রাতে এশিয়া কাপের ‘অলিখিত’ সেমিফাইনালে খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। তার আগে দুপুরে আরো এক সেমিফাইনালে মুখোমুখি হয় এই দুই দল। যেখানে পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে টাইগাররা।
বৃহস্পতিবার শ্রীলঙ্কার কলোম্বোর রেসকোর্স স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। যেখানে পাক যুবাদের ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।
খেলা শুরুর চার মিনিটের মাঝে জোড়া গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। যেভাবে শুরু করেছিল, তাতে মনে হয়েছিল পাকিস্তান গোলেই ভেসে যাবে। তবে এরপর আর জালের দেখা মেলেনি।
অপু রহমানের বাড়ানো বল ক্লিয়ার করতে পারেননি পাকিস্তানের রক্ষণে। বল চলে যায় গোলরক্ষকের কাছে। তবে ঝাঁপিয়ে পড়েও বলের নিয়ন্ত্রণ নিতে পারেননি, অপু ছুটে গিয়ে বল জড়ান জালে।
বাংলাদেশ লিড দ্বিগুণ হয় পরের মিনিটেই। এবার দর্শনীয় গোল করেন অপু রহমান। বাম দিক দিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে পাকিস্তান গোলরক্ষককে বোকা বানান এই ফরোয়ার্ড।
১৩ মিনিটে আরেকবার জাল কাঁপান বাংলাদেশ অধিনায়ক, তবে গোলের উল্লাস করার আগেই বাজে অফসাইডের বাঁশি। একটু পর আব্দুল্লাহর গোলও বাতিল হয় অফসাইডের কারণে।
৪৯ মিনিটে রিফাত কাজীর দারুণ শট কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন পাকিস্তানের গোলকিপার রাজ্জাক। আর ৫৩ মিনিটে হতাশ করেন ফয়সাল। শেষ দিকে হতাশা বাড়ান আকাশ আহমেদ।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের যুবারা। রাত ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল। জয়ী দলের বিপক্ষে শনিবার ফাইনাল খেলবে টাইগাররা।
উল্লেখ্য যে, সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দুবারের চ্যাম্পিয়ন। ৯ বার অংশ নিয়ে লাল সবুজেরা রানার্সআপও হয়েছে দুবার।