ঘরের মাঠে রিয়ালকে হারালো লিভারপুল

বুলেটগতির শট দারুণ হেডে লক্ষ্যভেদ করেন ম্যাক অ্যালিস্টার। শেষ পর্যন্ত জয়সূচক গোল হয়েই থাকে এটি। ৮৭তম মিনিটে আরেকটি দারুণ সেভে ব্যবধান বাড়তে দেননি কোর্তোয়া; কোডি গাকপোর কাছ থেকে নেয়া শট আটকান তিনি।

নয়া দিগন্ত অনলাইন
এই জয়ে চ্যাম্পিয়নস লিগে ষষ্ঠ স্থানে উঠে এসেছে লিভারপুল
এই জয়ে চ্যাম্পিয়নস লিগে ষষ্ঠ স্থানে উঠে এসেছে লিভারপুল |ইন্টারনেট

একের পর এক আক্রমণে রিয়ালকে কাঁপিয়ে দিতে থাকে লিভারপুল। বিপরীতে সেই আক্রমণে দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়ান থিবু কোর্তোয়া। লড়াইটা রূপ নেয় কোর্তোয়া বনাম লিভারপুলের। যদিও শেষ হাসি অলরেডদেরই।

দারুণ ছন্দে থাকা রিয়ালকে হারিয়ে দুর্দান্ত এক জয় তুলে নেয় আর্নে স্লটের দল। অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ১-০ গোলে জিতেচে লিভারপুল। গোলটি করেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

গত সপ্তাহে এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারিয়েছে রিয়াল। দুর্দান্ত ছন্দে থাকা দলটি যেন হঠাৎ বদলে যায় আজ। রক্ষণ সামলাতে ব্যস্ত রিয়াল মাদ্রিদ কেবল ৮টি শট নিতে পারে, যার মাত্র ২টি ছিল লক্ষ্যে।

ম্যাচের ২৬ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করে লিভারপুল। ফ্লোরিয়ান ভির্টজের শট বারের সামনে নিয়ন্ত্রণে নেন ডমিনিক সোবোস্লাই। তার সামনে ছিলেন কেবল কোর্তোয়া। কিন্তু তবুও সুযোগ কাজে লাগাতে পারেননি।

পরের মিনিটেই আবার সুযোগ এনে দেন সোবোস্লাই। এবার তার বুলেট গতির শট লাগে চুয়ামেনির বাঁ হাতে। ডি-বক্স লাইনে ছিলেন ফরাসি মিডফিল্ডার। অবস্থা বেগতিক দেখে ভিএআর সিদ্ধান্ত নেন রেফারি।

সেখানে দীর্ঘ যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত যায় রিয়ালের পক্ষে। রেফারি জানান, উদ্দেশ্যহীনভাবে বল লেগেছে তার গায়ে। এ যাত্রায় বেঁচে যায় অতিথি দল। আরো কিছু সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে গোল আসেনি।

বিরতির পর শুরুতেই ফাউল করে বসেন জুড বেলিংহাম। ৬১ মিনিটে গ্রাভেনবার্চকে ডি-বক্সের বাইরে ট্যাকল করে হলুদ কার্ড দেখেন ইংলিশ ফরোয়ার্ড। সেখান থেকে স্পট কিক নেন সোবোস্লাই।

তার বুলেটগতির শট দারুণ হেডে লক্ষ্যভেদ করেন ম্যাক অ্যালিস্টার। শেষ পর্যন্ত জয়সূচক গোল হয়েই থাকে এটি। ৮৭তম মিনিটে আরেকটি দারুণ সেভে ব্যবধান বাড়তে দেননি কোর্তোয়া; কোডি গাকপোর কাছ থেকে নেয়া শট আটকান তিনি।

এ জয়ে চ্যাম্পিয়নস লিগে ষষ্ঠ স্থানে উঠে এসেছে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে পঞ্চম স্থানে রিয়াল মাদ্রিদ।