নেপালের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণার পর থেকেই প্রশ্ন ছিল, হামজা চৌধুরী খেলবেন তো? এতদিন বিষয়টা ঝুলে থাকলেও এবার এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। নেপালের ম্যাচে থাকছেন না হামজা চৌধুরী।
ক্লাব ফুটবলে বিরতিতে শুরু হচ্ছে ফিফা উইন্ডো। সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে নেপালের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। যা সামনে রেখে আজ দল ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) ঘোষিত ২৩ সদস্যের দলে নেই লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী। গত শনিবার বার্মিংহ্যামের বিপক্ষে ম্যাচে চোট পান এই মিডফিল্ডার। তাই আপাতত তাকে ছাড়ছে না লেস্টার সিটি।
বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার আমের খান। বলেন, ‘হামজাকে পেতে আমরা চেষ্টা করেছিলাম। তার এজেন্টের মাধ্যমে লেস্টার সিটিকে জানানো হয়েছিল। কিন্তু সবশেষ ম্যাচে চোট পাওয়ায় এ মুহূর্তে তাকে ছাড়তে রাজি নয় ক্লাবটি।’
জানা গেছে, বাংলাদেশ দল আজ বুধবার নেপালের উদ্দেশে রওনা দেবে। সেখানে দু’দিন অনুশীলন করে আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।
নেপাল সফরের জন্য বাংলাদেশ স্কোয়াড-
সুজন হোসেন, মেহেদী হাসান, রহমত মিয়া, তপু বর্মণ, মো: হৃদয়, জামাল ভূঁইয়া (অধিনায়ক), মতাজ উদ্দিন, আরিফ হোসেন, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, আবদুল্লাহ ওমর, মিতুল মারমা, তারিক কাজী, পাপন সিং, সোহেল রানা, সোহেল রানা, ঈসা ফয়সাল, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, কাজেম শাহ, মো: সাদ উদ্দিন, পাপ্পু হোসেন।