চ্যাম্পিয়নস লিগে ঘুরে দাঁড়াল বার্সা

চেলসির বিপক্ষে ০–৩ ব্যবধানে হারের পর ঘরের মাঠে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ২–১ গোলে হারিয়ে বার্সেলোনা ঘুরে দাঁড়িয়েছে; জোড়া হেডে জয়ের নায়ক জুলস কুন্দে।

নয়া দিগন্ত অনলাইন
ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বার্সা
ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বার্সা |সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে আগের ম্যাচে চেলসির মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বার্সেলোনা। সেই ধাক্কা কাটিয়ে গতরাতে জয়ে ফিরেছে কাতালান ক্লাবটি। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে তাদের শিকার আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট।

মঙ্গলবার ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বার্সা। কাতালান ক্লাবটির জয় পাওয়ার নায়ক জুলস কুন্দে। জার্মান ক্লাবটির বিপক্ষে ৩ মিনিটের এক ঝড়ে জোড়া গোল করেন তিনি।

ঘরের মাঠে এ দিন ২১ মিনিটে পিছিয়ে পড়ে বার্সেলোনা। ফ্রাঙ্কফুর্টের হয়ে গোল করেন আনসগার নাউফ। পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় বার্সাকে। অবশ্য প্রথমদিকেই গোলের উপলক্ষ পেয়েছিল তারা।

রবার্ট লেভানডফস্কি গোল করলেও রাফিনিয়া অফসাইডে থাকায় তা বাদ পড়ে। এরপরেও আক্রমণে ধারাবাহিক ছিল বার্সা। জেরার্ড মার্টিনের শট ফিরিয়ে দেন জেটারার।

দ্বিতীয়ার্ধে বার্সার রক্ষণভাগে একাধিকবার ভয় ধরিয়ে দেয় ফ্রাঙ্কফুর্ট। পরপর দু’বার ফারেস চাইবি ও হুগো লারসনের প্রচেষ্টা দারুণ সেভে ঠেকিয়ে দেন গার্সিয়া। তবে এরপরই ম্যাচে ফেরে বার্সা।

৫০ মিনিটে বদলি হিসেবে নেমেই গোলে অবদান রাখেন মার্কাস রাশফোর্ড। ইংলিশ ফরোয়ার্ডের চমৎকার ক্রসে হেডে সমতা টানেন কুন্দে। এই গোলের রেশ না কাটতেই ফের কুন্দে ম্যাজিক।

মিনিট তিনেক পর এবার লামিনে ইয়ামালের ক্রসে আরেকটি হেডে ব্যবধান ২-১ করেন বার্সার ফরাসি ডিফেন্ডার। এগিয়ে যাওয়ার পর তৃতীয় গোলের খোঁজে আরো চাপ বাড়ায় বার্সা।

মাঝে পাল্টা আক্রমণে বিপদও তৈরি করে ফ্রাঙ্কফুর্ট। শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি আর কোনো দলই। ফলে ২-১ ব্যবধানেই জয় নিশ্চিত করে বার্সা।

এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল তারা। ৬ ম্যাচে ৩ জয়, এক হার ও দুই ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে হান্সি ফ্লিকের দলের অবস্থান এখন পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে।

অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ম্যাচে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ আর অ্যাতলেতিকো মাদ্রিদ। বায়ার্ন ৩-১ গোলে হারিয়েছে স্পোর্টিং লিসবনকে, পিএসভির বিপক্ষে ৩-২ গোলে জিতেছে অ্যাতলেতিকো।

তবে অঘটনের শিকার সাবেক চ্যাম্পিয়ন চেলসি। আটালান্টার কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে তারা।