সময়ের সাথে সাথে আরো প্রতিষ্ঠিত হচ্ছে পিএসএল। দেখছে সাফল্যের মুখ, আসছে মোটা অংকের লাভ। গত আসর থেকেও এসেছে বড় অর্থ। এবার তা ফ্রাঞ্চাইজিদের মাঝে ভাগ করে দিচ্ছে পিসিবি।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বশেষ আসরের জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে প্রায় শত কোটি রুপি দেয়ার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
যদিও ঠিক কত টাকা আয় হয়েছে, তা জানা যায়নি। তবে আগের আসরে পিএসএল থেকে আয় হয় পাঁচ বিলিয়ন রুপিরও বেশি, যার মাঝে ৫৬২ কোটি রুপি ফ্র্যাঞ্চাইজিগুলোর মাঝে ভাগ করে দেয়া হয়।
এবারো ফ্র্যাঞ্চাইজিগুলো পাচ্ছে মোটা অংকের লাভ। প্রায় ছয় শ’ কোটি রুপি যাচ্ছে ছয় ফ্রাঞ্চাইজিতে। ৯৭ কোটি রুপি করে পাবে প্রত্যেকে, যা বাংলাদেশী টাকায় ৪২ কোটি টাকার বেশি।
তবে এর মধ্যে খেলোয়াড়দের পারিশ্রমিক এবং সফর ও আবাসনের মতো অপারেশনাল খরচ অন্তর্ভুক্ত নয়। তাছাড়া দলভিত্তিক স্পন্সরশিপ থেকেও আলাদাভাবে আয় হিসাব করা হচ্ছে। পিসিবির ফাইন্যান্স কমিটি এসব তথ্য জানিয়েছে ।
কিছু দল এখনো তাদের সম্পূর্ণ হিসাব জমা দেয়নি। আবার অভ্যন্তরীণ ব্যবস্থাপনার ধীরগতির কারণেও কিছু বিলম্ব হচ্ছে। এশিয়া কাপের দায়িত্বে থাকায় চিফ অপারেটিং অফিসার সালমান নাসের এখন ব্যস্ত আছেন।
যে কারণে পিএসএল সংক্রান্ত কাজকর্ম যেমন থমকে আছে। আর খেলোয়াড়রাও এখনো তাদের চুক্তিভিত্তিক পারিশ্রমিকের শেষ ৩০ শতাংশের জন্য অপেক্ষা করছে।
টুর্নামেন্ট চলাকালীন অবস্থায় চুক্তির ৭০ শতাংশ অর্থ পরিশোধ করে ফ্রাঞ্চাইজি। আর বাকি ৩০ শতাংশ পরিশোধ হয় ফাইনালের পর। তবে এই অর্থ পরিশোধের দায়িত্ব অবশ্য বোর্ডের।