নওগাঁর পোরশায় দেউপুরা সোমনগর স্পোর্টিং ক্লাবের আয়োজনে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে সোমনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সরাইগাছি ফুটবল একাডেমি ও শিশা বাজার ফুটবল একাদশ অংশ গ্রহণ করে।
খেলাটি নির্ধারিত ৫০ মিনিটের খেলায় গোলশূন্যভাবে শেষ হয়। পরে টাইব্রেকারে শিশা বাজার ফুটবল একাদশ ৩-২ গোলে সরাইগাছি ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন ফারুক। দূর্দান্ত ফুটবল নৈপূণ্যের জন্য শিশা বাজার ফুটবল একাদশের খেলোয়াড় সাকিবকে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার প্রদান করা হয়।
সারোয়ার শাহের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ অর্থ এবং রানার্সআপ দলকে নগদ অর্থ প্রদান করেন উপজেলা যুবদলের আহবায়ক ইকবাল শাহ্ চৌধুরী। এসময় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হক, ঘাটনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মর্তুজা শাহ, সাধারন সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, বিএনপি নেতা আবুল হোসেন বাবু, হারুন রশিদ শাহ্, মোজাহারুল হক শাহ্সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



