২০২৫ আফ্রিকান বর্ষসেরা অ্যাওয়ার্ডের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছে আয়োজকরা। মনোনীতদের তালিকা অনুযায়ী শীর্ষ ১০ জনের মধ্যে রয়েছেন লিভারপুল স্ট্রাইকার মোহাম্মদ সালাহ ও পিএসজি ডিফেন্ডার আশরাফ হাকিমি।
এ বছরের ব্যালন ডি’অরের তালিকায় সালাহ চতুর্থ ও হাকিমি ষষ্ঠ স্থান লাভ করেছিলেন। এই দুজনেই এবারের আফ্রিকান বর্ষসেরার দৌড়ে ফেবারিটের তালিকায় রয়েছেন।
মিসরীয় অধিনায়ক সালাহর আগে দুইবার আফ্রিকার সেরার পুরস্কার জয় করলেও মরোক্কান অধিনায়ক হাকিমি এবারই প্রথমবারের মতো এই তালিকায় নিজেকে ফেবারিট হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
সালাহ ছাড়াও প্রিমিয়ার লিগের আরো দুই খেলোয়াড় শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন। তারা হলেন- টটেনহ্যামের মিডফিল্ডার পেপে মাটার সার ও এভারটন স্ট্রাইকার ইলিমান এনডিয়ায়ে।
এছাড়াও এই তালিকায় আফ্রিকা-বেস মনোনীত হিসেবে আছেন দুজন- মিসরীয় ক্লাব ও আফ্রিকান চ্যাম্পিয়ন পিরামিডের কঙ্গোলিস ফুটবলার ফিস্টন মায়েলে ও মরোক্কান ক্লাব রেনিসেন্স বারকেনের ওসামা লামলিউয়ি। এই দুজনেই স্ট্রাইকার হিসেবে নিজেদের দারুনভাবে প্রমাণ করেছেন।
গতবারের বিজয়ী নাইজেরিয়ান স্ট্রাইকার আদেমোয়া লুকমান এবারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি। কিন্তু তার সতীর্থ ২০২৩ বিজয়ী ভিক্টর ওশিমেন তালিকায় রয়েছেন।
সংক্ষিপ্ত তালিকার ১০ জনকে বেছে নিতে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) টেকনিক্যাল অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির সদস্য, কোচ, সাবেক তারকা ও বাছাইকৃত কিছু গণমাধ্যমের প্রতিনিধিরা ভোট দিয়ে থাকেন।
বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা
আন্দ্রে ফ্র্যাংক জাম্বো-আনগুসিয়া (নাপোলি), ফিস্টন মায়েলে (পিরামিডস), মোহাম্মদ সালাহ (লিভারপুল), ডেনিস বোয়ানগা (লস এ্যাঞ্জেলস), সেরহু গুইরাসি (বরুসিয়া ডর্টমুন্ড), আশরাফ হাকিমি (পিএসজি), ওসামা লামলিউয়ি (রেনিসেন্স বারকেন), ভিক্টর ওশিমেন (গ্যালাতাসারে), ইলিমান এনডিয়ায়ে (এভারটন), পেপে মাটার সার (টটেনহ্যাম)।