ফাইনালে এক পা দিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি। ইএফএল কাপের সেমিফাইনালের প্রথম লেগে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে তারা। এবার দ্বিতীয় লেগে অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটলেই হয়।
নিউক্যাসলের মাঠ সেন্ট জেমস পার্কে দুই দলের লড়াইটা হয়েছে সমানে সমান। পুরো ম্যাচে নিউক্যাসল যেখানে শট নিয়েছে ১০টি, সিটিজেনরা নেয় ১১টি শট। তবে নিউক্যাসল জালের দেখা পায়নি।
অবশ্য প্রচণ্ড উত্তেজনা আর প্রচেষ্টা সত্ত্বেও, প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও কোনো গোলরক্ষককেই খুব বড় কোনো পরীক্ষা দিতে হয়নি।
প্রথম গোলের দেখা পেতে ৫৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। জেরোমি ডকুর বাঁদিক থেকে বাড়ানো বলে টোকা দিয়ে বল জালে পাঠান সেমেনয়ো। সিটিতে যোগ দিয়ে দুই ম্যাচে দুই গোল পেলেন ঘানার এই তারকা।
দ্বিতীয় গোলটি আসে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে। ম্যাচের ৯৮তম মিনিটে রায়ান শেরকি সিটির হয়ে দ্বিতীয় গোলটি করেন। ডি-বক্সের ভেতরে আইত-নুরির সাথে ব্যাক পাস থেকে গোলটি করেন এই ফরাসি।
সেমিফাইনালের পরের লেগ অনুষ্ঠিত হবে সিটির মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে। সেখানে দুই গোলে এগিয়ে থেকেই মাঠে নামবে সিটিজেনরা। অবিশ্বাস্য কিছু না হলে লিগ কাপের ফাইনাল অনেকটা নিশ্চিত ম্যানচেস্টার সিটির।
আগামী ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগে মুখোমুখি হবে এই দুই দল।



