বড় শাস্তির মুখে পিএসজি। ক্লাবটিকে বড় অঙ্কের জরিমানা করেছে উয়েফা। সমর্থকরের অসদাচরণ, শৃঙ্খলাভঙ্গসহ তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
চ্যাম্পিয়নস লিগ ফাইনালে সমর্থকদের উগ্র আচরণের কারণে বৃহস্পতিবার ফরাসি চ্যাম্পিয়নদের প্রায় এক লাখ ৫০ হাজার ইউরো জরিমানা করা হয়। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় দু’কোটি ১০ লাখ টাকা।
গত মে মাসে জার্মানির মিউনিখে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করে ইতিহাস গড়ে পিএসজি, প্রথমবারের মতো জেতে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।
তবে ইতিহাস গড়ার আনন্দে উন্মাদ হয়ে উঠে সমর্থকদের একাংশ। নানারকম নিয়মবহির্ভূত উদযাপনে মত্ত হয় তারা। মাঠে অনুপ্রবেশ, আতশবাজি ফোটানো, বস্তু নিক্ষেপ, সম্পত্তির ক্ষতিসাধন করেন তারা।
তাছাড়া কেউ অশোভন বার্তা প্রদর্শন করেন। কেউ কেউ স্মৃতি হিসেবে মাঠের ঘাসও তুলে নিয়ে যান। সব মিলিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যার দায় এসে পড়লো ক্লাব পিএসজির উপর।
ঘটনার মাস পর শাস্তি পেল চ্যাম্পিয়ন ক্লাবটি। জরিমানার পাশাপাশি সমর্থকদের জন্য এক ম্যাচের অ্যাওয়ে টিকিট বিক্রির ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। তবে তা আপাতত দু’বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।