দর্শকপ্রিয় গোলকিপার স্বপ্না ফুটসাল দলে, অধিনায়ক সাবিনা

আগামী মাসে থাইল্যান্ডে হতে যাওয়া সাফ নারী ফুটসালের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। এতে অধিনায়ত্ব দেয়া হয়েছে সাবিনা খাতুনকে।

ক্রীড়া প্রতিবেদক
দর্শকপ্রিয় গোলকিপার স্বপ্না ফুটসাল দলে, অধিনায়ক সাবিনা
দর্শকপ্রিয় গোলকিপার স্বপ্না ফুটসাল দলে, অধিনায়ক সাবিনা |নয়া দিগন্ত

আগামী মাসে থাইল্যান্ডে হতে যাওয়া সাফ নারী ফুটসালের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। এতে অধিনায়ত্ব দেয়া হয়েছে সাবিনা খাতুনকে।

গত সাফের পর থেকে এই স্ট্রাইকার জাতীয় দলের বাইরে। তা কোচ পিটার জেমস বাটলারের বিপক্ষে বিদ্রোহ করে। সেই বিদ্রোহ করে বাদ পড়া ডিফেন্ডার মাসুরা পারভীন এবং দুই ফরোয়ার্ড কৃষ্ণারানী সরকার ও সুমাইয়া মাতসুশিমাও ফুটসাল দলে জায়গা পেয়েছেন।

এছাড়া দীর্ঘদিন পর ফুটবল থেকে দূরে থাকা মিশরাত জাহান মৌসুমী আছেন দলটিতে। সুমাইয়া, মাসুরা এবং কৃষ্ণাকে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থসহ অধিনায়ক করা হয়েছে। মেয়েদের দলেরও দায়িত্বে থাকছেন ইরানি কোচ সাঈদ খোদারাহমি।

এদিকে এই ফুটসাল দলে স্থান হয়েছে গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলির। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ও সিনিয়র জাতীয় দলের সাবেক এই কিপার বিভিন্ন জেলায় খ্যাপ (ঢাকা লিগের খেলোয়াররা বিভিন্ন জেলায় গিয়ে যে টূর্নামেন্ট খেলেন তাকে খ্যাপ বলা হয়) খেলে বেড়ান।

দর্শকদের কাছে খুবই জনপ্রিয় এই সুন্দরী ফুটবলার। ফেসবুক পেজে তার ৫ লক্ষ ৭৪ হাজার ফলোয়ার। ১৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি হবে টুর্নামেন্ট। ছেলেদের মতো মেয়েদের আসরেও সাতটি দেশ অংশ নিচ্ছে।

বাংলাদেশ ছাড়া অংশ নিতে যাওয়া ৬টি দেশ হলে- ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। এরপর ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং সবশেষ মালদ্বীপের বিপক্ষে খেলবে সাবিনারা।

বাংলাদেশ ফুটসাল দল

সাবিনা খাতুন (অধিনায়ক), সুমাইয়া মাতসুশিমা, মাসুরা পারভীন, কৃষ্ণারানী সরকার, লিপি আক্তার, মেহেনুর আক্তার, নওশন জাহান, নিলুফা ইয়াসমিন নীলা, মারজিয়া, রাত্রি মনি, সুমি খাতুন, মিশরাত জাহান মৌসুমি, ইতি রানী, সাথী বিশ্বাস, স্বপ্না আক্তার ঝিলি।