ভারতের বিপক্ষে জয়ে ফুটবলারদের তারেক রহমানের অভিনন্দন

এদিকে ভারতের বিপক্ষে এ জয়ের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বাংলাদেশ ফুটবল দল ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ভারতের বিপক্ষে জয়ে ফুটবলারদের তারেক রহমানের অভিনন্দন
ভারতের বিপক্ষে জয়ে ফুটবলারদের তারেক রহমানের অভিনন্দন |সংগৃহীত

ভারতের বিপক্ষে জয়ের পর ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার রাতে ফেসবুক পোস্টে ফুটবলারদের প্রশংসা করে তারেক রহমান বলেন, ‘অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হলো। ভারতের বিপক্ষে ২০০৩ সালের পর জয়ের দেখা পেলো বাংলাদেশ। কাঙ্ক্ষিত এ জয়ের পর হামজারা ভাসছেন প্রশংসায়।’

তাদের নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তারেক রহমান। তিনি লিখেছেন, ‘২২ বছর পর আজ ফুটবল মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় আমাদের সবাইকে মনে করিয়ে দিলো শৃঙ্খলা, ঐক্য এবং আত্মবিশ্বাস থাকলে আমরা কী অর্জন করতে পারি। শুরুতে মোরসালিনের গোল এবং দলের অদম্য উদ্দীপনা কোটি কোটি মানুষের হৃদয়ে খেলাধুলার ভবিষ্যৎ নিয়ে নতুন আশা জ্বালিয়ে দিয়েছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বলেন, ‘আমাদের ফুটবলাররা এখন যুব সমাজের অনুপ্রেরণা এবং আমাদের ক্রীড়া সংস্কৃতির দূত। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে, যেখানে প্রতিভার লালন হয়, স্বপ্নকে সমর্থন দেয়া হয় এবং আমাদের পতাকা আরো উঁচুতে উড়বে।’

এদিকে ভারতের বিপক্ষে এ জয়ের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বাংলাদেশ ফুটবল দল ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।