বাংলাদেশে মান সম্পন্ন ফুটবলারের অভাব বলে মন্তব্য করেছেন জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা।
মঙ্গলবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।
অন্য সময়ের চেয়ে একটু হাসি খুশি মুখেই মিডিয়ার সামনে আসেন তিনি। কারণ হাভিয়ের কাবরেরা যে যজম কন্যা সন্তানের বাবা হয়েছেন। সদ্যজাত দুই মেয়ের মুখে দেখেই মঙ্গলবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন এই স্প্যানিশ কোচের।
বিলম্বে তিনি জাতীয় দলের অনুশীলনে যোগ দিলেও পাননি ক্যাম্পে ডাক পাওয়া সব ফুটবলারকে। তার সাথেই অনুশীলনে যোগ দেয়ার কথা ছিল বসুন্ধরা কিংসের ফুটবলাদের। তবে ক্লাব কর্তৃপক্ষ তপু, রাকিব, শ্রাবণ, সাদ উদ্দিনদের ছাড়েনি। তাই এই ফুটবলাররা যোগ দেবেন ৭ নভেম্বর।
এই প্রসঙ্গে কোচ কাবরেরার জবাব, ‘আমি বসুন্ধরা কিংসের সিদ্ধান্তকে সম্মান করি। ঠিক আছে তারা ৭ নভেম্বর ক্যাম্পে যোগ দেবে।’
কাবরেরার ক্যাম্পে ঘুরে ফিরে পুরাতনরাই ডাক পাচ্ছেন, নতুন মুখের সংখ্যা কম। তাহলে বিকল্প অন্য খেলোয়াড়দের কেন ডাকা হচ্ছে না। কাবরেরার জবাব, মানসম্পন্ন ফুটবলারের অভাব আছে এখানে। তাই ঘুরে ফিরে পুরাতনরাই ডাক পাচ্ছেন। ৯৫ শতাংশ আগের ফুটবলারদেরই ডাকা হচ্ছে।
জাতীয় দলের ক্যাম্পের জন্য লিগের খেলা বন্ধ থাকে। অথচ কাবরেরা জানান, তিনি ফুটবলারদের আগে-ভাগে ক্যাম্পে ডেকেছেন ঘরোয়া ফুটবল না থাকায়।
তার মতে, এখন ঘরোয়া খেলা নেই। তাই ফুটবলারদের ফিট রাখার জন্য পারফরম্যান্স ধরে রাখার মিশনেই ক্যাম্পে ডাকা।
বলতে গেলে এই বছর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের শেষ দুই হোম ম্যাচ ১৩ ও ১৮ নভেম্বর। ১৩ তারিখে নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের পর ১৮ তারিখে ভারতের সাথে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। দারুণ সুযোগ থাকা সত্ত্বেও বাংলাদেশ দল কোয়ালিফাই করতে পারেনি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠতে। তবে এখন এই দুই হোম ম্যাচে জয়ের বিকল্প কোনো কিছুই ভাবছেন না কাবরেরা। তিনি জানান, অবশ্যই আমরা এই দুই ম্যাচ জিততে চাই। মূল লক্ষ্য ভারতকে হারানো।
কাবরেরার মতে, ভারতকে মোকাবেলা করার আগে আমরা ভালো একটা প্রস্তুতি ম্যাচ খেলতে পারছি নেপালের বিপক্ষে। নেপাল ভালো দল। শক্তিশালী প্রতিপক্ষের সাথে তারা ভালো করছে। সেপ্টেম্বরেও আমরা তাদের সাথে খেলেছি।’
এরপরই কোচ উল্লেখ করেন, প্রস্তুতি ম্যাচটা আফগানিস্তানের বিপক্ষে হলে ভালো হতো। তারা আরো শক্তিশালী দল। কিন্তু যেহেতু তাদের পাইনি, তাই এখন নেপালই ভরসা। আমরা নেপাল ও ভারত- উভয় দলের বিপক্ষেই জয় চাই।
আগামী ১০ তারিখে ইংল্যান্ড থেকে দেশে আসবেন হামজা চৌধুরী। এরপর শমিত শোম। কাবরেরা তথ্য দেন, হামজা ও শমিত দু’জনকেই নেপালের বিপক্ষে খেলানো হবে। তবে শমিতকে বদলী হিসেবে নামানোর সম্ভাবনা বেশি।



