রাত পোহালেই শুরু ক্লাব বিশ্বকাপ, উদ্বোধনী ম্যাচে মাঠে নামছেন মেসি

মেসির ইন্টার মায়ামি, রিয়াল মাদ্রিদ, ম্যানসিটি, চেলসির মতো হেভিওয়েট ক্লাবগুলো এবার মুখোমুখি হবে এক মঞ্চে।

নয়া দিগন্ত অনলাইন

রাত পোহালেই মাঠে গড়াচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। প্রথমবারের মতো বড় পরিসরে এই আসর আয়োজন করেছে ফিফা। ৩২ দলের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। প্রথম ম্যাচেই মাঠে নামছেন লিওনেল মেসি।

মেসির ইন্টার মায়ামি, রিয়াল মাদ্রিদ, ম্যানসিটি, চেলসির মতো হেভিওয়েট ক্লাবগুলো এবার মুখোমুখি হবে এক মঞ্চে। যেখানে দক্ষতা, ঐতিহ্য ও তারকাময়তা মিলিয়ে অপেক্ষা করছে দারুণ সব ম্যাচ আর ফুটবল উৎসব।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, জর্জিয়া, ফ্লোরিডা, ওয়াশিংটনসহ মোট ১২টি ভেন্যুতে গড়াবে এবারের আসর। অংশ নিচ্ছে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, দক্ষিণ ও উত্তর আমেরিকার সেরা ক্লাবগুলো।

অংশ নেয়া ৩২ দলকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রতিটি গ্রুপে রয়েছে ৪টি করে ক্লাব। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল উঠবে নকআউট পর্বে, যেখানে শুরু হবে হাইভোল্টেজ লড়াই।

আসন্ন এই আসরের প্রাইজমানি চোখ কপালে তুলবে সবার। পুরস্কার হিসেবে ১ বিলিয়ন ডলার। অথচ ২০২২ কাতার বিশ্বকাপের প্রাইজমানি ছিল এর অর্ধেকেরও কম, ৪৪ কোটি ডলার।

অবশ্য মোট প্রাইজমানির অর্ধেকের বেশি খরচ হবে দলগুলোর অংশগ্রহণ বাবদ। ৩৫.৮০ লাখ ডলার থেকে শুরু করে ক্রীড়া ও বাণিজ্যিক মানদণ্ড অনুসারে ৩ কোটি ৮১.৯০ লাখ ডলার করে পাবে ক্লাবগুলো।

এ ছাড়া দলগুলোর প্রতিটি জয় ও নকআউট অনুসারেও পাবে প্রাইজমানি। চ্যাম্পিয়ন দল পাবে ৪ কোটি ডলার। টুর্নামেন্টের পর্দা নামবে ১৩ জুলাই। ফাইনাল গড়াবে নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে।

২০০০ সাল থেকেই ফিফা ক্লাব বিশ্বকাপ হয়ে আসছে। কখনো ৬ দল, কখনো ৭ দল নিয়ে। তবে মহাদেশের ক্লাব প্রতিযোগিতার চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত সেই বিশ্বকাপ খুব বেশি সাড়া ফেলতে পারেনি।

এভাবেই আয়োজিত হয়ে গেছে ২০টি আসর। তবে এবার ক্লাব বিশ্বকাপকে বৈশ্বিক রূপ দেয়ার জন্য নড়েচড়ে বসে ফিফা। হাতে নেয় বড় পরিকল্পনা। সুবাদে পৃথিবীর ছয় মহাদেশ থেকে এবার অংশ নিচ্ছে মোট ৩২টি ক্লাব।

উল্লেখ্য, আগামীকাল (১৪ জুন) উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছেন মেসি। তার দল ইন্টার মায়ামি মুখোমুখি হবে মিসরের ক্লাব আল আহলির। হার্ডরক স্টেডিয়ামে খেলা শুরু সকাল ৬টায়।