ডিসেম্বরে ভারত আসছেন মেসি, ৩ দিনের সফরসূচি ঘোষণা

ভারতে মেসির তিন দিনের সফরকে ঘিরে এরই মধ্যে কলকাতা, আহমেদাবাদ ও মুম্বাইয়ে ‘উৎসব’ শুরু হয়ে গেছে।

নয়া দিগন্ত অনলাইন
লিওনেল মেসি ও নরেন্দ্র মোদি
লিওনেল মেসি ও নরেন্দ্র মোদি |সংগৃহীত

আগামী ডিসেম্বরে ভারতে আসছেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। এরই মধ্যে ওই সফরকে ঘিরে তিন দিনের সফরসূচি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) ভারতীয় একাধিক সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, ভারতে মেসির তিন দিনের সফরকে ঘিরে এরই মধ্যে কলকাতা, আহমেদাবাদ ও মুম্বাইয়ে ‘উৎসব’ শুরু হয়ে গেছে।

এই সফরে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করবেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। এর আগেই অবশ্য ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির সাথেও তার সাক্ষাতের কথা রয়েছে বলে নিশ্চিত করছে সংবাদমাধ্যমগুলো।

মেসি ভারতে পা রাখবেন ১২ ডিসেম্বর। পরের দিন কলকাতার ইডেনে অনুষ্ঠান। সেখান থেকেই রাতে উড়ে যাবেন আহমেদাবাদ। সেখানে শিল্পপতি গৌতম আদানির সাথে ছোট্ট অনুষ্ঠান রয়েছে। তার পরের দিন ১৪ ডিসেম্বর মেসি যাবেন মুম্বাই। যেখানে অনুষ্ঠান রাখা হয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

কলকাতায় মেসির অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি মুম্বাইয়ে ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।

কলকাতায় মেসির সাথে দেখা হবে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির। মেসির সাথে দেখা করার জন্য মুম্বাই উড়ে যাবেন ভারতের বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। সেখানেই থাকতে পারেন বিরাট কোহলি।

পরের দিন অর্থাৎ ১৫ তারিখ মুম্বাই থেকে দিল্লি উড়ে যাবেন লিও। সেখানে নরেন্দ্র মোদির বাসভবনে গিয়ে তার সাথে দেখা করবেন এল এম টেন।

মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত মেসির পুরো সফরকে ‘গোট ট্যুর অফ ইন্ডিয়া’ নাম দিয়েছেন। সেই ট্যুরে মেসির সাথে আরো একঝাঁক তারকা থাকতে পারেন বলে খবর। তাদের মধ্যে থাকতে পারেন ইন্টার মিয়ামিতে মেসির সতীর্থ লুইস সুয়ারেজ, জর্ডি আলবা, রদ্রিগো দে পলরা। তবে তাদের নাম এখনো নিশ্চিত করেননি শতদ্রু।