টানা জয়ে বিশ্বকাপের দোরগোড়ায় স্পেন

বুলগেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে টানা চতুর্থ জয়ে বিশ্বকাপের একধাপ দূরে স্পেন; ১৫ গোল করে এখনো অপরাজিত ও গোলশূন্য প্রতিপক্ষের বিপক্ষে টানা ২৯ ম্যাচে অপরাজিত তারা।

নয়া দিগন্ত অনলাইন
বুলগেরিয়াকে ৪-০ গোলে হারিয়েছে স্পেন
বুলগেরিয়াকে ৪-০ গোলে হারিয়েছে স্পেন |সংগৃহীত

বিশ্বকাপের মূল পর্ব থেকে আর মাত্র একধাপ দূরে স্পেন। গতরাতে বুলগেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। চার ম্যাচে ৪ জয়ে বাছাইয়ে এখন পর্যন্ত অপরাজিত তারা।

ঘরের মাঠে মঙ্গলবার বুলগেরিয়াকে ৪-০ গোলে হারায় ইউরোপ চ্যাম্পিয়নরা। দারুণ ছন্দে থাকা মিকেল মেরিনো করেন জোড়া গোল। স্পেনের আরেক গোলদাতা মিকেল ওইয়ারসাবাল, অন্যটি আত্মঘাতী।

১২ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে থাকা স্পেন এই চার ম্যাচে ১৫ গোল করলেও হজম করেনি কোনো গোল। আর সব মিলিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে এই নিয়ে টানা ২৯ ম্যাচে অপরাজিত রইল স্পেন।

শুরু থেকে একের পর এক আক্রমণে বুলগেরিয়াকে কাঁপিয়ে দেয় স্পেন। তবে বাধা হয়ে দাঁড়ান সফরকারী গোলরক্ষক। সেই বাঁধ ভেঙে যায় ৩৫তম মিনিটে। রবিন লে নরম্যান্ডের হেড পাসে হেডেই গোল করেন মেরিনো।

দ্বিতীয়ার্ধের শুরুতে বোর্হা ইগলেসিয়াসের দু’টি প্রচেষ্টা ঠেকিয়ে দিলেও মেরিনোকে আটকে রাখতে পারেননি বুলগেরিয়ার গোলরক্ষক। ৫৭ মিনিটে অ্যালেক্স গ্রিমালদোর ক্রসে নিখুঁত হেডে জোড়া গোল পূর্ণ করেন তিনি।

এদিকে তাল সামলাতে না পেরে ৭৯ মিনিটে আলেক্স গার্সিয়ার নিচু ক্রস ভুল করে নিজের জালেই পাঠান বুলগেরিয়ার ডিফেন্ডার চেরনেভ। ৩-০ তে এগিয়ে যায় স্পেন। শেষ গোলটা আসে পেনাল্টি থেকে।

যোগ করা সময়ে মেরিনোকে ফাউল করলে পেনাল্টি পায় স্পেন, সুযোগ পেয়ে সফল স্পট কিকে স্কোরলাইন ৪-০ করেন ওইয়ারসাবাল।