জামাল ভূঁইয়া-সামিত সোমকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ

জামাল ভূঁইয়াকে বেঞ্চে রেখেই একাদশ সাজিয়েছেন হাভিয়ের কাবরেরা। রাখা হয়নি সামিত সোম, ফাহমিদুল ইসলামও। তবে আছেন হামজা চৌধুরী।

নয়া দিগন্ত অনলাইন
জামাল ভূঁইয়া-সামিত সোম নেই একাদশে
জামাল ভূঁইয়া-সামিত সোম নেই একাদশে |সংগৃহীত

আবারো অধিনায়ককে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ। জামাল ভূঁইয়াকে বেঞ্চে রেখেই একাদশ সাজিয়েছেন হাভিয়ের কাবরেরা। রাখা হয়নি সামিত সোম, ফাহমিদুল ইসলামও। তবে আছেন হামজা চৌধুরী।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে রাত ৮টায় মাঠে নামবে বাংলাদেশ। তার আগে শেষ মুহূর্তে একাদশ প্রকাশ করেছেন প্রধান কোচ। ৪-৪-২ ফর্মেশনে একাদশ সাজিয়েছেন কাবরেরা।

ভারতের পর সিঙ্গাপুর ম্যাচেও রাখা হয়নি জামাল ভূঁইয়াকে। রাখা হয়নি আজ হংকংয়ের বিপক্ষেও। অন্যদিকে দলের সাথে মাত্র এক সেশন অনুশীলন করা সামিত সোমও নেই প্রথম একাদশে।

গোলপোস্টের নিচে থাকছেন মিতুল মারমা। রক্ষণের দায়িত্বে থাকছেন দুই সেন্টার ব্যাক তারিক কাজী ও শাকিল আহাদ তপু। লেফট ব্যাকে সাদ উদ্দিন এবং রাইটে তাজ উদ্দিন।

মাঝমাঠে হামজা সাথে পাচ্ছেন সোহেল রানা ও সোহেল রানা জুনিয়রকে। আছেন শেখ মোরসালিনও। আর আক্রমণভাগ সামলাবেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

বাংলাদেশের শুরুর একাদশ : মিতুল মারমা (গোলরক্ষক), তারিক কাজী, শাকিল আহাদ, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা (জুনিয়র), রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম এবং শেখ মোরসালিন।