সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে ফাইনাল ম্যাচ নেই। তবে আজ (সোমবার) বাংলাদেশ-নেপালের ম্যাচটিই রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। এই ম্যাচ দিয়েই নিষ্পত্তি হবে শিরোপার।
তবে শিরোপা জয়ের জন্য জিততেই হবে, এমন সমীকরণ নেই বাংলাদেশের মেয়েদের। হার এড়ালেই মাতবে শিরোপা উৎসবে। তবে হেরে গেলেই বিপদ, বাড়বে সমীকরণ।
কিংস অ্যারেনায় ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টার দিকে। যদিও বৃষ্টিতে মাঠ অনুপযুক্ত থাকায় শেষ ছয়টি ম্যাচ হউ কিংস অ্যারেনার অনুশীলন মাঠে। তবে ফের টুর্নামেন্ট ফিরছে আসল ভেন্যুতে।
আসর জুড়ে দুটি দলই দেখিয়েছে দুর্দান্ত নৈপুণ্য। তবে জয় সংখ্যার হিসাবে বাংলাদেশ এগিয়ে আছে। পাঁচ ম্যাচে পাঁচ জয় নিয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আফিদারা।
অন্যদিকে, নেপাল পাঁচ ম্যাচে চার জয় ও এক হারে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। একমাত্র হারটা বাংলাদেশের বিপক্ষে, প্রথম দেখাতে বেশ লড়াই করলেও ৩-২ গোলে হেরে যায় তারা।
তবে নতুন এই ম্যাচে নতুন সমীকরণ সামনে। আজ জিতলেই বাংলাদেশ হবে অপরাজিত চ্যাম্পিয়ন। এমনকি ড্র করলেও ট্রফি উঠবে লাল-সবুজের মেয়েদের মাথায়। হারলেও অবশ্য সুযোগ থাকবে।
সেক্ষেত্রে এক গোলের বেশি ব্যবধানে হারা যাবে না। ১-০ গোলে হারলে ম্যাচের মীমাংসা হবে টাইব্রেকারে। বিপরীতে শিরোপা জিততে হলে নেপালকে অন্তত ২-০ গোলে জিততে হবে।
তবে সব মিলিয়ে এগিয়ে থাকবে বাংলাদেশই। এখনো অপরাজিত তারা, তার উপর ঘরের মাঠে খেলা। সাম্প্রতিক সময়ে দলও আছে দারুণ ছন্দে। সব মিলিয়ে আফিদারা আরো একবার শিরোপা উৎসবের অপেক্ষায়, অপেক্ষায় ফুটবল ভক্তরা।