হামজা চৌধুরী আর সামিত সোমকে নিয়েই ভারত বধের পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ। তবে দুই হলুদ কার্ড থাকায় পরিকল্পনায় নেই ফাহমিদুল ইসলাম। অন্যদিকে চোট কাটিয়ে দলে আছেন মোহাম্মদ ইব্রাহিম।
আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগে ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। ঢাকার জাতীয় স্টেডিয়ামে গড়াবে ম্যাচ। ম্যাচটিকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে।
বুধবার (৫ নভেম্বর) রাতে ঘোষিত ২৭ জনের প্রাথমিক দলে নেই চমক। কোচ হাভিয়ের কাবরেরা পুরনোদের ওপরই ভরসা রেখেছেন। অবশ্য প্রস্তুতি ক্যাম্প শুরু হয়ে গেছে আরো ৬ দিন আগে থেকেই।
একই দল নিয়ে ভারতের সাথে মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষেও। ঢাকাতেই ১৩ নভেম্বর হিমালয়ের দেশটির সাথে প্রীতি ম্যাচ খেলবে টাইগাররা। দু’টি ম্যাচেই খেলবেন হামজা ও সামিত।
তবে থাকছেন না ফাহমিদুল ইসলাম। দুই হলুদ কার্ডের কারণে এশিয়ান কাপে এক ম্যাচের নিষেধাজ্ঞায় রয়েছেন তিনি। কেবল এই ম্যাচের জন্য ফাহমিদুলকে উড়িয়ে আনা প্রয়োজন মনে করেননি কোচ কাবরেরা।
উল্লেখ্য, এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারত গত অক্টোবরে সিঙ্গাপুরের কাছে ১–২ গোলে হেরে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলে সবার নিচে নেমে গেছে। চার ম্যাচে তাদের পয়েন্ট দুই।
বাংলাদেশও দুই পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে। গ্রুপের শীর্ষে অবস্থান করছে হংকং ও সিঙ্গাপুর, যারা আট পয়েন্ট নিয়ে মূল পর্বের দৌড়ে দারুণভাবে টিকে আছে।
বাংলাদেশের প্রাথমিক দল:
গোলকিপার:
মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন, মেহেদী হাসান।
ডিফেন্ডার:
তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মণ, তাজ উদ্দিন, সাদ উদ্দিন।
মিডফিল্ডার:
কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা (জুনিয়র), মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, সমিত সোম।
ফরোয়ার্ড:
মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, আরমান ফয়সাল, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, রাকিব হোসেন।



