প্রীতির পেছনে ছুটছে নেপালী দুই ক্লাব

কাঠমান্ডুর মাঠে একটির বেশি গোল না পেলেও বিপক্ষ ডিফেন্স লাইন ভেঙে ঢুকে গোলের চান্স তৈরি করেছেন অনেকগুলো।

ক্রীড়া প্রতিবেদক
সৌরভী আকন্দ প্রীতি
সৌরভী আকন্দ প্রীতি |সংগৃহীত

এবারের সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপে মাত্র একটি গোল করেছেন বাংলাদেশের সৌরভী আকন্দ প্রীতি। অবশ্য ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডের বিপক্ষে এই স্ট্রাইকারের গোলেই ১-১ গোলে ড্র করে নাসরিন স্পোর্টস অ্যাকাডেমি। যদিও তার গোল মিস ডুবিয়েছে ক্লাবকে।

দলটির কোচ মনির হোসেন জানিয়েছেন, ‘প্রীতির তো হ্যাটট্রিক করার কথা ছিল শেষ ম্যাচে।’

এবার একটি গোল করলেও বয়সভিত্তিক সাফে বেশ কয়েকটি হ্যাটট্রিক আছে প্রীতির। কাঠমান্ডুর মাঠে একটির বেশি গোল না পেলেও বিপক্ষ ডিফেন্স লাইন ভেঙে ঢুকে গোলের চান্স তৈরি করেছেন অনেকগুলো।

এই পারফরম্যান্সের পর তার পেছনে ছুটছে নেপালী দুই ক্লাব। প্রীতি নেপালে থাকার সময়েই নেপালী দুই ক্লাব তার সাথে চুক্তি করতে মরিয়া হয়ে উঠে। প্রীতি তাদের অপেক্ষায় রেখেছেন। এখন বাফুফে অনুমতি দিলেই খেলতে যাবেন নেপাল লিগে।

যদি সব ঠিক থাকে তাহলে প্রীতিই হবেন প্রথম বাংলাদেশী নারী ফুটবলার যিনি খেলবেন নেপাল লিগে।

এই তথ্য দেন নাসরিন স্পোর্টস অ্যাকাডেমির কোচ মনির হোসেন। প্রীতি ছাড়াও গোলরক্ষক মেঘলা রানী ও ডিফেন্ডার রুমা আক্তারকে পছন্দ করেছে নেপালের ক্লাব। জানুয়ারিতে শুরু হবে নেপাল লিগ।