অবশেষে স্বস্তি। দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকায় পা রেখেছেন জামাল ভূঁইয়ারা। খেলা কাভার করতে যাওয়া সংবাদিকেরাও ফিরেছেন একই ফ্লাইটে।
সকাল থেকেই চলছিল ফুটবলারদের দেশে ফেরার প্রস্তুতি। বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ঢোকেন ফুটবলাররা। ইমিগ্রেশনে কাজ সেরে অপেক্ষা করতে হয় তাদের।
বেলা ২টা ৫৫ মিনিটে অবশেষে দল নিয়ে কাঠমান্ডু ছাড়ে বিমান। দীর্ঘ পথ অতিক্রম করে বিকেল ৪টায় ৩৫ মিনিটে কুর্মিটোলা বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে। শেষ হয় গত কয়েকদিনের দূর্বিষহ নেপাল সফর।
দুই ম্যাচের প্রীতি সিরিজ খেলতে নেপালে গিয়ে সরকারবিরোধী আন্দোলন আর সহিংসতার মধ্যে কাঠমান্ডুতে আটকা পড়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। একটা মাত্র ম্যাচ খেলতে পারেন জামালরা।
গত ৬ সেপ্টেম্বর প্রথম প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়। তবে গত সোমবার থেকে নেপালে আন্দোলন শুরু হলে ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) নির্ধারিত দ্বিতীয় ম্যাচটি আর মাঠে গড়ায়নি।
গত মঙ্গলবার দলের দেশে ফেরার কথা থাকলেও ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয়। সেদিন হোটেল চেকআউটও হয়েছিল জামালদের।
তবে নেপাল সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভে হোটেলে অবরুদ্ধ হয়ে পড়েন বাংলাদেশ দলের ফুটবলাররা। পরের দিন বাংলাদেশ দলকে দেশে ফেরাতে চেষ্টা চালায় বাফুফে।
তবে ত্রিভুবন এয়ারপোর্ট বন্ধ থাকায় সব চেষ্টাই বৃথা যায়। শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ ব্যস্থাপনায় আজ দেশে ফেরেন জামাল-তপুরা।