পর্তুগালের কোচ রবার্টো মার্টিনেজ ক্রিস্টিয়ানো রোনালদোর ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার ব্যাপারে আস্থা প্রকাশ করেছেন। তিনি বলেন, রোনালদো দারুণ ফর্মে রয়েছেন এবং তাকে থামানো প্রায় অসম্ভব।
রোনালদো বর্তমানে দুর্দান্ত ছন্দে আছেন এবং তার ক্যারিয়ার গোল সংখ্যা ৯৫৫। ২০২৩ সালে জাতীয় দলের দায়িত্ব নেয়া মার্টিনেজের অধীনে পর্তুগালের জার্সিতে তিনি ২৫ গোল করেছেন।
এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, রোনালদো কখনোই মাইলফলকের পেছনে ছোটেন না; তিনি প্রতিদিন নিজের সেরাটা দিতে চান, আর রেকর্ডগুলো তার স্বাভাবিক ফলাফল মাত্র। এই মুহূর্তে তিনি ক্যারিয়ারের খুবই ভালো সময় কাটাচ্ছেন। আর তিনি এটা অর্জন করেছেন, কারণ তিনি প্রতিদিনকে গুরুত্ব দেন। যখন রোনালদো নিজের লক্ষ্য নিয়ে কথা বলেন, তখন তিনি দীর্ঘমেয়াদী বিষয়- ১,০০০ গোল করা, নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলা, এসব থেকে অনেক দূরে থাকেন। তার গোপন রহস্য হলো আজকের দিনে সেরা হওয়া এবং প্রতিদিনের পথচলা উপভোগ করা।
তিনি আরো বলেন, তাই এই সংখ্যাটা হবে সেই দিনের জন্য, যেদিন তিনি খেলা ছাড়া সিদ্ধান্ত নেবেন। আমি মনে করি না এটা তার কোনো নির্দিষ্ট লক্ষ্য।
তার অধীনে রোনালদোর ফর্ম নিয়ে প্রশ্ন করা হলে পর্তুগাল কোচ কৃতিত্ব নিতে রাজি হননি। বরং তিনি বলেন, সবটাই ফরোয়ার্ডের নিজের কৃতিত্ব।
মার্টিনেজ আরো বলেন, তিনি যে শতাংশের কথা বলেন, তা মূলত তার পজিশন বদলের সাথে জড়িত। আমরা এমন একজন খেলোয়াড়ের কথা বলছি, যিনি শুরু করেছিলেন অত্যন্ত দক্ষ উইঙ্গার হিসেবে এবং এখন বক্সের ভেতরে আরেকজন প্রধান খেলোয়াড়ে পরিণত হয়েছেন। ক্রিস্টিয়ানো প্রতিপক্ষকে প্রভাবিত করেন। তিনি মাঠে থাকলে অতিরিক্ত জায়গা তৈরি হয়, কারণ দুজন খেলোয়াড় সব সময় তার মার্কিংয়ে সতর্ক থাকে।


