গত মৌসুমটা ভালো যায়নি রিয়াল মাদ্রিদের। গোটা বছরে কোনো শিরোপাই জিততে পারেনি দলটা। সেই ধাক্কা কাটেনি এখনো। যদিও জয় দিয়েই শুরু করেছে নতুন মৌসুম, তবে বেশ কষ্ট করতে হয়েছে লস ব্লাঙ্কোজদের।
লা লিগায় মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। যেখানে ওসাসুনাকে ১-০ গোলে হারায় রিয়াল। পেনাল্টি থেকে দলকে একমাত্র জয়সূচক গোলটি এনে দেন কিলিয়ান এমবাপ্পে।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বল দখল, আক্রমণ, গোলের লক্ষ্যে শট; সবকিছুতেই আধিপত্য ছিল রিয়ালের। ৭১ শতাংশ সময় বল দখলে রেখে, ১৮টি শট নেয় তারা। যেখানে লক্ষ্যে ছিল পাঁচটি।
বিপরীতে পুরোপুরি রক্ষণাত্মক ফুটবল খেলে ওসাসুনা। ডি বক্সের ঠিক বাইরে ছিল ছয়জনের ডিফেন্স লাইন, এর সামনে ছিল চারজন। আক্রমণের তেমন কোনো আগ্রহই ছিল না সফরকারীদের।
রক্ষণ নিয়ে তেমন কোনো ভাবনা না থাকায় সহজেই ওসাসুনাকে চেপে ধরে রিয়াল। একের পর এক আক্রমণ করে গেলেও ফল আসছিল না। ওসাসুনা গোলরক্ষক সের্হিও এররেরাও বেশ কয়েকবার হতাশ করেন বারবার।
প্রথমার্ধে কোনো সুযোগই আসেনি, আসেনি কোনো গোল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে বদলে যায় স্কোরকার্ড। ৫১তম মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে।
ফরাসি ফরোয়ার্ডকেই হুয়ান ক্রুস ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল। গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা এবার নিজের প্রথম ম্যাচেই পেলেন জালের দেখা। ৬৩তম মিনিটে একটুর জন্য ব্যবধান দ্বিগুণ হয়নি।
লিড বাড়িয়ে নেয়ার জন্য একের পর এক চেষ্টা চালিয়ে যায় আলোনসোর শিষ্যরা। কিন্তু ওসাসুনার রক্ষণদুর্গ ভাঙতে ব্যর্থ হয়ে তারা আর জালে বল জড়াতে পারেনি। শেষদিকে গার্সিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন ওসাসুনার মিডফিল্ডার আবেল ব্রেতোনেস।
এরপর ১০ জনের দল নিয়ে ওসাসুনা আরো চার মিনিট খেললেও সুবিধা করতে পারেনি রিয়াল। ১-০ গোলের জয়ে সন্তুষ্ট থেকে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।