দুঃখ ভুলে ‘প্রতিশোধ’ নিতে হংকংয়ের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে হংকংয়ের কাছে পরাজয়ের পর এবার নিজেদের ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই বিদেশের মাটিতে নামতে চায় জামাল ভূঁইয়ার দল। নিতে চায় কঠিন প্রতিশোধ।

নয়া দিগন্ত অনলাইন
হংকংয়ে পৌঁছে তিন দিনের অনুশীলনের সুযোগ পাবে জামাল ভূঁইয়ার দল
হংকংয়ে পৌঁছে তিন দিনের অনুশীলনের সুযোগ পাবে জামাল ভূঁইয়ার দল |ইন্টারনেট

গতরাতটা কেউ হয়তো ভুলে যেতে চাইবেন, কেউ চাইবেন মনে গেঁথে রাখতে। তবে মনে রাখলেও তা ধরে বসে থাকার সুযোগ নেই জামাল-হামজাদের। চলতি সপ্তাহেই আবার মাঠে নামতে হচ্ছে তাদের।

এশিয়া কাপ বাছাইপর্বের ম্যাচে গতরাতে হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে দারুণ লড়াই করেও হেরে যায় বাংলাদেশ। রুদ্ধশ্বাস ম্যাচে ৪-৩ গোলে হেরে যায় হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

এবার ফিরতি ম্যাচ খেলতে হংকংয়ের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ শুক্রবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয় লাল-সবুজের জার্সিধারীরা।

ঘরের মাঠে হংকংয়ের কাছে পরাজয়ের পর এবার নিজেদের ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই বিদেশের মাটিতে নামতে চায় জামাল ভূঁইয়ার দল। নিতে চায় কঠিন প্রতিশোধ।

অবশ্য এছাড়া আর বিকল্পও নেই। ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে হারের পর বাংলাদেশের অবস্থান এখন গ্রুপের তলানিতে। যদিও কাগজে-কলমে এখনো টিকে আছে মূল পর্বে ওঠার আশা, তবে বাস্তবতা বড্ড কঠিন।

অসম্ভবকে সম্ভব করতে পারলেই কেবল সুযোগ হতে পারে এশিয়ান কাপে। তার প্রথম ধাপ হতে পারে হংকংয়ের বিপক্ষে এই ফিরতি ম্যাচটা। ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে অনুষ্ঠিত হবে দু’দলের ফিরতি লড়াই।

বাংলাদেশের সাথে রয়েছে হংকং, ভারত ও সিঙ্গাপুর। তিনটা দলের সাথেই একটা করে ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। যেখানে সম্বল বলতে ভারতের বিপক্ষে এটা ড্র। তবে পরের ম্যাচগুলোর সমীকরণ হচ্ছে কেবল জয়।

ঘরের মাঠে হতাশাজনক হার দলকে কঠিন সমীকরণে ফেলেছে। এশিয়ান কাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে বাংলাদেশকে বাকি তিনটি ম্যাচেই জিততে হবে ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে।

কিন্তু শুধু তিন জয়ে কাজ শেষ হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের দিকেও। অর্থাৎ প্রতিটি ম্যাচই এখন ‘ডু অর ডাই’।

এদিকে হংকংয়ে পৌঁছে তিন দিনের অনুশীলনের সুযোগ পাবে জামাল ভূঁইয়ার দল। স্থানীয় আবহাওয়া ও মাঠের সাথে মানিয়ে নিতে এ সময়টিকে কাজে লাগাতে চান কোচ ও খেলোয়াড়রা।

অধিনায়ক জামাল ভূঁইয়া দেশ ছাড়ার আগে দিয়ে গেছেন আশ্বাস। জানান, ঘরের মাঠে হারের হতাশা কাটিয়ে সামনে তাকাতে চান। বলেন, ‘আমরা ভালো ফল পাইনি, কিন্তু সামনে সুযোগ আছে ঘুরে দাঁড়ানোর। সবাই জয়ের জন্য প্রস্তুত। আমরা আমাদের সামর্থ্যের সেরাটা দিতে চাই।’