বাংলাদেশে এসে পৌঁছেছেন হামজা চৌধুরী। প্রায় তিন মাস পর সোমবার বেলা ১২টার আগে আগে ঢাকায় পা রাখেন তিনি। হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপের ম্যাচ সামনে রেখে দেশে ফেরা তার।
হামজাকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাফুফের নির্বাহী সদস্য কামরুল হাসান হিল্টন। পরে পুলিশ পাহারায় বাফুফের একটি গাড়িতে উঠে যান তিনি। উঠবেন টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে।
লাল-সবুজ জার্সিতে নিজের চতুর্থ ম্যাচ খেলার অপেক্ষায় হামজা। গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয় হামজার।
এরপর থেকে বাংলাদেশের হয়ে খেলেছেন আরো দুই ম্যাচ। যেখানে নামের পাশে আছে ১টি গোল। পাশাপাশি সতীর্থকে দিয়ে আরো ১ গোল করিয়েছেন হামজা চৌধুরী।
৯ অক্টোবর এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। এরপর একই দলের বিপক্ষে মুখোমুখি হবে তাদের মাঠে, ১৪ অক্টোবর।
বাছাইয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে আছে বাংলাদেশ। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে হংকং। বাংলাদেশের সামনে সুযোগ আছে হংকংকে পেছনে ফেলার।
গুরুত্বপূর্ণ এই ম্যাচগুলো সামনে রেখে এরই মাঝে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। ক্লাব ব্যস্ততায় দলের অনুশীলনে যোগ দিতে পারেননি বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী।
অবশেষে ক্লাব ব্যস্ততার অবসান ঘটিয়ে ঢাকায় পৌঁছেছেন হামজা। আজই অনুশীলনে যোগ দেয়ার কথা তার। তবে দলের আরেক তারকা সামিত সোম এখনো এসে পৌঁছাননি। মঙ্গলবার তার আসার কথা রয়েছে।