সানজিদা-সাবিনাদের ছাড়াই ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাফুফের

বাংলাদেশ নারী ফুটবল দল ত্রিদেশীয় সিরিজের জন্য আফঈদা খন্দকারকে অধিনায়ক করে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে সানজিদা-সাবিনাদের রাখা হয়নি। সিরিজটি মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে ২৬ নভেম্বর শুরু হবে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ নারী ফুটবল দল
বাংলাদেশ নারী ফুটবল দল |সংগৃহীত

আবারো উপেক্ষিত সানজিদা-সাবিনারা। ফেরার অপেক্ষা বাড়ছে তাদের। অভিজ্ঞ এই ফুটবলারদের ছাড়াই ত্রিদেশীয় সরিজের দল সাজিয়েছেন পিটার বাটলার।

আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য সোমবার আফঈদা খন্দকারকে অধিনায়ক করে ২৩ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ত্রিদেশীয় সিরিজের বাকি দু’দল মালয়েশিয়া ও আজারবাইজান।

গত বছর অক্টোবরে সাফ জয়ের পর থেকেই জাতীয় দলে নেই সাবিনা আক্তান, মাসুরা পারভীন, কৃষ্ণারানী সরকার, সানজিদা খাতুন ও মাতসুশিমা সুমাইয়া। নতুন যোগ হয়েছেন নিলুফার ইয়াসমিনও।

কোচের বিরুদ্ধে যাওয়ায় তাদের ফেরার দরজাটা যেন আটকে গেছে পাকাপোক্তভাবেই। আবার তাদের বাদ দেয়ার ব্যাখ্যাও খোলাসা করেন না কোচ। যে কারণে প্রতিটি সংবাদ সম্মেলনেই থাকে এই নিয়ে ঢের প্রশ্ন।

সোমবার যেমন আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণার সংবাদ সম্মেলনে প্রশ্ন গিয়েছিল বাফুফের নারী ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তারের কাছে। তবে তিনিও এড়িয়ে গেছেন বিষয়টি।

ঘরের মাঠে মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ মূলত আগামী বছর মার্চে এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে। আগামী ২৬ নভেম্বর শুরু হবে এই সিরিজ।

সবশেষ থাইল্যান্ডের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশের মেয়েরা। সেই সিরিজে খেলা স্কোয়াডের সবাই আছেন ২৩ জনের দলে। নতুন করে যুক্ত হয়েছেন মামনি চাকমা ও তনিমা বিশ্বাস।

বাংলাদেশ দল
‎‎রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী, নবীরন খাতুন, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মামনি চাকমা, শামসুন্নাহার সিনিয়র, হালিমা আক্তার, জয়নব বিবি, শিউলি আজিম, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী, উমহেলা মারমা, শাহেদা আক্তার, মোসাম্মত সুলতানা, মোসাম্মত সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা ও সিনহা জাহান।