দিনের পর দিন বিশ্ব ফুটবল যেন হয়ে উঠছে আরো রঙিন, আরো সৌন্দর্যময় ও বর্ণিল। আর এই সৌন্দর্যের কেন্দ্রবিন্দুতে হয়ে উঠেছেন ফুটবল দুনিয়ার মহাজাদুকর লিওনেল আন্দ্রেস মেসি।
পায়ের শৈল্পিক ছন্দ, চোখ ধাঁধানো ড্রিবল, সময়ের চেয়ে দ্রুত সিদ্ধান্ত সব মিলিয়ে মেসিই যেন ফুটবলের ক্যানভাসে রঙ তুলির শিল্প। মেসির গোল দেয়ার কারিশমাটা ফুটবলের নিপুণ শিল্পকর্ম। এমন কতো কতো সুখের গল্প তৈরি হচ্ছে তার পায়ের শৈল্পিক ছন্দে, আনন্দে। এই সুখস্মৃতি যুগের পর যুগ ধরে গাঁথা থাকবে ফুটবলভক্তদের হৃদয়ে।
সম্প্রতি নজর দেয়ার মতো এক ফ্রি-কিকে ক্যারিয়ারের ৬৯তম গোল করলেন এই আর্জেন্টাইন জাদুকর। এই গোল শুধু সংখ্যা নয়, হয়ে উঠেছেন ফুটবল ইতিহাসের নজির। এক ফুটবল কিংবদন্তির পথচলার দলিল।

কারে ছুঁয়ে যাচ্ছেন? ছাড়িয়ে যাবেন কারে? না, এসবে তার ভ্রূক্ষেপ নেই। তবুও ফুটবল দুনিয়ার অনন্য কিংবদন্তি পেলেকে ছুঁয়ে যাবেন আর একটা গোলেই। তিনি দাঁড়িয়ে আছেন ফুটবল দুনিয়ার মহাতারকা পেলেকে ছুঁয়ে ফেলার একদম দোরগোড়ায়। আর মাত্র একটি গোল, তাহলেই ইতিহাসের পাতায় পেলের পাশেই নাম লেখাবেন ম্যাজিকম্যান মেসি। এভাবেই একদিন ছাড়িয়ে যাবেন নিজেরেও।
এ যেন ইতিহাসকে ছাড়িয়ে নতুন ইতিহাসের গল্প লিখতেই মাঠে হাজির হলেন বিশ্বজয়ী জার্নিম্যান মেসি। এলএসএসের ইতিহাসে শেষ ৬ ম্যাচে ১৫ গোলের নজির রেখে নিজেরে রেখেছে অপ্রতিরোধ্য। ফুটবল দুনিয়ার ইতিহাস বদলে দেয়ার এক অনন্য অভিযাত্রী এই বিশ্বজয়ী। মাঠে নামা মানেই নতুন গল্প তৈরি করেন তিনি।
মেসিকে থামানোর যেন কোনো উপায় নেই। প্রতিপক্ষ বদলাচ্ছে, দল বদলাচ্ছে, বদলে যাচ্ছে সময়। কিন্তু মাঠের ম্যাজিকে সেই চিরচেনা মেসি বদলে যাননি। ৩৮ বছরের কোটা পেরিয়েও নিজেরে রেখেছে অনন্য ও অপ্রতিদ্বদ্বী। খেলে যাচ্ছেন হালের উদীয়মান এমবাপ্পে, ইয়ামালদের সাথে। মাঠের কম্পিটিশনে ওই এক মেসিই নিজের মহিমায় উদ্ভাসিত। নিজেকে ছাড়িয়েও পেরিয়ে যাচ্ছেন অদম্য গতিতে, ফুটবলের সৌন্দর্যে।

বিশ্ব ফুটবলের দিকে তাকালেই যেন হাজির হয় এই এক জীবন্ত উপমা, ফুটবলের সৌন্দর্য লিওনেল মেসি। একের পর এক চমকপ্রদ গোল, পাসের নৈপুণ্য আর দুর্দান্ত ড্রিবলে ফুটবল দুনিয়াটারে করে তুলেছেন আরো আকর্ষণীয়, উপভোগ্য। যেন ফুটবলের নতুন ইতিহাস লিখছেন নিজের ভাষায়, পায়ের ছন্দ আর শিল্পে।
ফুটবলের নাম নিলেই যেন ওই এক মেসির মহাকাব্য ভেসে উঠে তাবৎ ফুটবলভক্তদের সামনে। ফুটবলের ইতিহাসে হয়তো আরো আরো ফুটবলার আসবে, লিখবে নতুন ইতিহাস। তবে মেসির মতো করে ফুটবলের শিল্পকে দুনিয়ার কাছে হাজির করাটা হয়ে থাকবে অনন্য। ফুটবলের চিরস্মরণীয় নাম হয়ে থাকবে লিও মেসি।