বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলে আছেন অনূর্ধ্ব-১৯ দলের ৫ ফুটবলার। শ্রীলঙ্কায় যাওয়া এই দলে সম্প্রতি বিকেএসপির হয়ে জাপানে খেলে আসা টিমের ১৪ জন আছে। তাই ঢাকা ছাড়ার আগে এবার শিরোপা জয়ের কথাই ঘোষণা করে যান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ও কোচ গোলাম রাব্বানী ছোটন।
বৃহস্পতিবার অনূর্ধ্ব-১৭ সাফে নিজেদের প্রথম ম্যাচে সেই শক্তিরই জানান দিয়েছে বাংলাদেশ দল। শক্তিশালী নেপালকে ৪-০তে উড়িয়ে দিয়েছে লাল-সবুজরা। এতে গ্রুপের শীর্ষে উঠে গেছে তারা। ২১ সেপ্টেম্বর শ্রীলংকার সাথে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচ বাংলাদেশের।
বৃহস্পতিবার কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশ যেভাবে খেলেছে তাতে ৮/৯ গোলে জিতলেও অবিশ্বাস্য কিছু ছিল না। কিন্তু ফরোয়ার্ডদের গোল মিস আর নেপালের গোলরক্ষকের দৃঢ়তায় গোল পেতে বিলম্ব হচ্ছিল। শেষ পর্যন্ত ৩০ মিনিটে বাংলাদেশের লিড। ৫ মিনিটে গোলরক্ষককে কাটিয়েও বল জালে পাঠাতে পারেননি অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। তবে তার নেয়া কর্নার থেকেই এগিয়ে যাওয়া। ফয়সালের কর্নার নেপালের গোলরক্ষক দুর্বল ফিস্ট করলে সেই বলে ডান পায়ের শটে জালে পাঠান সাব্বির ইসলাম। বিরতির পর ব্যবধান বাড়তে থাকে। ৪৯ মিনিটে অপু রহমান স্কোর ২-০ করেন। পরের মিনিটেই মোহাম্মদ আরিফ গোল করলে ম্যাচে লড়াই করার শক্তি হারায় নেপালীরা। এরপর ৬৫ মিনিটে মোহাম্মদ মানিক দলের হয়ে চতুর্থ গোল করেন।
ম্যাচ সেরা স্ট্রাইকার মানিক জানান, ‘আমরা খুব খুশী প্রথম ম্যাচেই এতো বড় জয় পাওয়ায়। প্রথম ম্যাচেই আমি ম্যান অব দ্যা ম্যাচ হয়েছি এজন্য ভালো লাগছে। এখন আমরা পরের ম্যাচেও বড় ব্যবধানে হারাতে চাই শ্রীলংকাকে।’ কোচ গোলাম রাব্বানী ছোটনের মতে, ধন্যবাদ জানাই ফুটবলারদের। তারা পরিকল্পনা মাফিক খেলেছে। গত সাত সপ্তাহে ছেলেরা যে কঠোর পরিশ্রম করেছে সেই পুরস্কারই পেয়েছে মাঠে।