দেশে ফিরেছেন হামজা, যোগ দেবেন অনুশীলনে

এখনো দেশের মাটিতে খেলা হয়নি তার। তবে সহসাই ফুরোচ্ছে সেই অপেক্ষা।

নয়া দিগন্ত অনলাইন
মার্চে ভারতের বিপক্ষে প্রথমবার দেশের হয়ে মাঠে নামেন হামজা চৌধুরী
মার্চে ভারতের বিপক্ষে প্রথমবার দেশের হয়ে মাঠে নামেন হামজা চৌধুরী |সংগৃহীত

ইতোমধ্যেই লাল-সবুজের জার্সি গায়ে চাপিয়েছেন হামজা চৌধুরী। তবে এখনো দেশের মাটিতে খেলা হয়নি তার। তবে সহসাই ফুরোচ্ছে সেই অপেক্ষা। সেই লক্ষ্যে ইতোমধ্যেই ঢাকায় পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ব্রিটিশ-বাঙালি তারকা।

গত মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে প্রথমবার দেশের হয়ে মাঠে নামেন হামজা চৌধুরী। এরপর বাংলাদেশ দল আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। তবে চলতি মাসে ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

ম্যাচ দু’টিকে সামনে রেখে দেশে ফিরেছেন হামজা চৌধুরী। ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে আজ সোমবার ঢাকায় পৌঁছেছেন তিনি। বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

আগামী ৫ মে ভুটানের বিপক্ষে প্রীতিম্যাচ খেলবে বাংলাদেশ। আর ১০ মে এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। দু’টি ম্যাচেই হামজা খেলবেন কিনা, তা অবশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে নাম আছে হামজার। সেই লক্ষ্যে আজই দলের সাথে যোগ দেবেন হামজা। জানা গেছে, বিকেলে করবেন অনুশীলনও।

ইতোমধ্যে অবশ্য দু’দিন প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। রোববার দ্বিতীয় দিনের অনুশীলন জামাল-ফাহামিদুলরা সারেন। অনুশীলন করেন ম্যাচের ভেন্যু জাতীয় স্টেডিয়ামে। আজও সেখানেই অনুশীলন হবে।