দেশের ফুটবলে জোয়ার বইছে বেশ কিছুদিন ধরেই। তবে আজ যা হয়েছে তা রীতিমতো অবিশ্বাস্য, স্বপ্নসম! মাত্র ৬ মিনিটেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকেট! ফুটবল জ্বরে যেন পুড়ছে গোটা বাংলাদেশ।
দেশের ফুটবলে হামজা-সামিতদের অন্তর্ভুক্তি নতুন করে জেগে উঠার স্বপ্ন দেখাচ্ছে। যেই স্বপ্নে বিভোর হয়ে আছে সমর্থকেরা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাথে লড়াই উন্মাদনায় এনে দিয়েছে বাড়তি মাত্রা।
আজ সোমবার দুপুর ২টায় এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী ১৮ নভেম্বর (মঙ্গলবার) জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ ছিল ব্যাপক। কিন্তু চাহিদা যে এত বেশি হবে, তা কে জানত!
বাফুফে টিকিট বিক্রির দায়িত্ব দিয়েছিল ‘Quicket’ টিকিটিং প্লাটফর্মকে। আজ ২টা থেকে শুরু হয়েছিল টিকিট বিক্রি। ভারত-বাংলাদেশ ম্যাচের ৬ ক্যাটাগরির টিকিট শেষ হয়ে যায় ৬ মিনিটের মধ্যেই।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস জানান, ‘মাত্র ৬ মিনিটে সাধারণ গ্যালারির সব টিকিট শেষ হয়ে যায়।’
‘এখন গ্রাহকরা পেমেন্ট করছে। অর্ধেকের বেশি পেমেন্ট হয়েও গেছে। সাধারণ গ্যালারির টিকিট অবিক্রিত নেই আর এখন শুধু রেড বক্স, হসপিটালিটি বক্সের টিকিট রয়েছে।’
সবশেষ সিঙ্গাপুর ও হংকং ম্যাচে সাধারণ গ্যালারির টিকিটের দাম ৪০০ টাকা থাকলেও ভারত ম্যাচের উন্মাদনায় বাফুফে সেটা বাড়িয়ে ৫০০ টাকা করে।
ক্লাব হাউস ২ ও ভিআইপি বক্স ৩-এর টিকিটের দাম করা হয় ৩ হাজার টাকা। আর ভিআইপি বক্স ২-এ বসে খেলা দেখতে চাইলে লাগবে ৪ হাজার টাকা। এ ছাড়া ক্লাব হাউস ১ ও রেড বক্সের দাম ধরা হয়েছে যথাক্রমে ৫ হাজার ও ৬ হাজার টাকা করে।।
কিন্তু দাম বাড়লেও সমর্থকদের চাহিদা কমেনি। টিকিট ছাড়ার পরপরই সংগ্রহ করেছেন সমর্থকরা। উল্টো মুহূ্তেই টিকিট শেষ হয়ে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ফুটবলপ্রেমীরা।
এদিকে ভারত ম্যাচের আগে বাংলাদেশ ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। সেই টিকিট ছেড়েছে ফেডারেশন প্রায় এক সপ্তাহ। তবে ওই টিকিট বিক্রি খুব ধীর।
নেপাল ও ভারতের ম্যাচকে সামনে রেখে গত ৩০ অক্টোবর থেকে শুরু হয়েছে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের অনুশীলন ক্যাম্প, ৫ নভেম্বর করা হয় দল ঘোষণা। ক্যাম্পে আজ যোগ দেয়ার কথা হামজা চৌধুরীর। আগামীকাল আসবেন সামিত সোম।
উল্লেখ্য, এশিয়ান কাপে ভারতের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য আনুষ্ঠানিকতা মাত্র। গত ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে হার দিয়েই শেষ হয়েছে বাংলাদেশের মূলপর্বে খেলার আশা।



