শেষ মুহূর্তের রোমাঞ্চকর গোলে পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সা

শেষ মুহূর্তে আরাউহোর গোলে জিরোনাকে ২-১ এ হারিয়ে শীর্ষে ফিরেছে বার্সেলোনা, ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ফ্লিক।

নয়া দিগন্ত অনলাইন
জিরোনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা
জিরোনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা |সংগৃহীত

পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল বার্সেলোনা। ৯০ মিনিট পেরিয়ে যোগ করা সময়ের দুই মিনিটেও ছিল সমতা। এরপরই ত্রাতা হিসেবে হাজির হন রোনাল্ড আরাউহো। তার গোলেই পয়েন্ট টেবিলে রাজত্ব ফিরে পেয়েছে হ্যান্সি ফ্লিকের দল।

আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে সেভিয়ার মাঠে হেরে গিয়েছিল বার্সা। তবে সেই ধকল সামলে উঠল পরের ম্যাচেই। শনিবার জিরোনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। ফিরেছে জয়ের ধারায়।

অলিম্পিক স্টেডিয়ামে বার্সার আক্রমণ বার বার আটকে দিচ্ছিল জিরোনা। পুরো ম্যাচে ৬৮ শতাংশ বল ধরে রাখেন লামিন ইয়ামালরা, নেন ২৭টি শট। লক্ষ্যে ছিল ৯টি। বিপরীতে মাত্র ১১টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখে জিরোনা।

১৩ মিনিটে পেদ্রির চমৎকার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ডান দিক থেকে ইয়ামালের পাস বক্সে পান তিনি। বল নিয়ন্ত্রণে নিয়ে কয়েকজনকে টপকে খুঁজে নেন ঠিকানা। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না গোলরক্ষকের।

অবশ্য এগিয়ে যাওয়ার আনন্দ খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি বার্সা। মিনিট সাতেক পরই সমতায় ফিরে জিরোনা। কর্নার থেকে আসা বলে সতীর্থের হেড পাসে ওভারহেড কিকে গোলটি করেন বেলজিয়ান মিডফিল্ডার উইটসেল।

সমতায় ফেরার পর পরের চার মিনিটের মাঝে আরো দু’টি সুযোগ পায় জিরোনা। দারুণ দু’টি সেভ করে দলকে রক্ষা করেন বার্সেলোনা গোলরক্ষক ভয়চেক স্ট্যান্সনি।১-১ ব্যবধানে সমতায় থেকেই বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণের বেগ বাড়ায় বার্সা। ফার্মিন লোপেসের দু’টি শট ঠেকান গোলরক্ষক, ব্যর্থ হয় ইয়ামালের একটি প্রচেষ্টাও। এমনকি ৬১তম মিনিটে জিরোনার জালে বল পাঠিয়েও উদযাপন করা হয়নি।

পাউ কুবার্সির সেই গোল বাতিল হয়ে যায় এরিক গার্সিয়া প্রতিপক্ষের একজনকে ফাউল করায়। একটু পর মার্কাস র‍াশফোর্ডের দু’টি শট ফিরিয়ে দেন গোলরক্ষক। ফলে কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না।

ম্যাচ যখন ড্রয়ের পথে, শেষ বাঁশি বাজার এক মিনিট বাকি থাকতে সবকিছু পাল্টে দেন আরাউহো। ফ্রেংকি ডি ইংয়ের পাস থেকে বল জালে জড়ান তিনি। শেষ মুহূর্তের এই গোলে পূর্ণ ৩ পয়েন্ট পেয়ে যায় বার্সেলোনা।

অবশ্য আরাউহোর গোলের একটু আগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ফ্লিক। ফলে এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ডাগআউটে থাকতে পারবেন না এই জার্মান কোচ।

তবে এই জয়ে রিয়াল মাদ্রিদকে হটিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে এল বার্সেলোনা। ৯ ম্যাচে ৭ জয়, এক ড্র ও এক হারে ইয়ামালদের সংগ্রহ ২২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট কম রিয়ালের।