রোনালদোর জোড়া গোল, উড়ছে আল নাসের

আল-আওয়াল পার্কে ৬ মিনিটের মধ্যেই লিড নিয়ে নেয় আল নাসর। কিংসলে কোম্যানের তীরের বেগে বাড়িয়ে দেয়া বলে পা ছুঁয়ে জালের দেখা পান ফেলিক্স।

নয়া দিগন্ত অনলাইন
ক্রিস্টিয়ানো রোনালদোর গোল উদযাপন
ক্রিস্টিয়ানো রোনালদোর গোল উদযাপন |ইন্টারনেট

ছুটছেন ক্রিস্টিয়ানো রোনালদো, হাজার গোলের পথে এগিয়ে গেলেন আরো একধাপ। গতরাতেও আদায় করেছেন জোড়া গোল। জোড়া গোল করেছেন জোয়াও ফেলিক্সও। আল নাসের জিতেছে ৫-১ গোলে।

বড় জয় দিয়ে লিগ শুরু করেছিল আল নাসর, জিতেছিল পরের ম্যাচেও। এএফসি কাপের প্রথম ম্যাচেও পায় বড় জয়। গতকাল আল রিয়াদের বিপক্ষেও দলটা ধরে রেখেছে সেই ধারা।

আল-আওয়াল পার্কে ৬ মিনিটের মধ্যেই লিড নিয়ে নেয় আল নাসর। কিংসলে কোম্যানের তীরের বেগে বাড়িয়ে দেয়া বলে পা ছুঁয়ে জালের দেখা পান ফেলিক্স। কোম্যান নিজের একমাত্র গোলটি করেন ৩০ মিনিটে।

রিয়াদের ব্যাকপাস থেকে বল পেয়ে তীরের বেগে ডি বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন কোম্যান। ৩ মিনিট পরই ক্রিস্টিয়ানো রোনালদো গোল করেন। ফেলিক্সের থ্রু পাস ধরে বল জালে জড়ান তিনি।

বিরতির ঠিক আগে আগে ফেলিক্স আরেকবার গোল করেছিলেন। কিন্তু রেফারি সেই গোল বাদ করে দেন। ফলে ৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আল নাসের।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই আবারো আঘাত। ৪৮ মিনিটে রোনালদো আলতো একটি চিপড পাস বাড়ান বক্সের ভেতর। ফেলিক্স নিখুঁত নিয়ন্ত্রণে নিয়ে বল জালে পাঠান। এবার আর গোল পেতে সমস্যা হয়নি।

৬২ মিনিটে হেডে গোল করে ব্যবধান কমান আল রিয়াদের মামাদু সিলা। টেডি ওকোর নিখুঁত ক্রস থেকে বল জালে জড়ান তিনি। কিন্তু সেই আনন্দ স্থায়ী হয়নি, ৭৬ মিনিটে কোম্যানের পাস থেকে আবারো গোল করেন রোনালদো।

চলতি বছরে এটি ছিল তার ২৯তম গোল। আর সব মিলিয়ে যা রোনালদোর ক্যারিয়ারের ৯৪৫তম গোল। হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে আর ৫৫ গোল প্রয়োজন সিআর সেভেনের।