লাল কার্ড দেখেছেন প্রথমার্ধেই, দ্বিতীয়ার্ধে দর্শক হয়েই থাকতে হয়েছে হ্যাভিয়ের মাশ্চেরানোকে। পরের ম্যাচেও ডাগ আউটে থাকা হতো না তার। তবে জানা গেছে, আরো দুই ম্যাচ নিষিদ্ধ হতে যাচ্ছেন তিনি।
লিগস কাপের কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার ভোরে মেক্সিকান ক্লাব টাইগ্রেসের মুখোমুখি হয় ইন্টার মায়ামি। যেখানে জমজমাট লড়াই হলেও ২-১ গোলে জয় পায় মাশ্চেরানোর শিষ্যরা।
দুর্দান্ত জয় পেলেও মাঠে এদিন বড় ধাক্কা খেয়েছে মায়ামি। প্রথমার্ধের শেষ দিকে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে লাল কার্ড দেখেছেন মায়ামির কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো।
যে কারণে ম্যাচের বাকি অংশে সাইডলাইনে থাকতে পারেননি তিনি, ভিআইপি গ্যালারিতে বসতে বাধ্য হন। ম্যাচের বাকি সময়ের জন্য মিয়ামির দায়িত্ব নেন সহকারী কোচ লিয়ান্দ্রো স্টিলিতানো।
রেফারির সাথে কী নিয়ে তর্কে জড়ান মাশ্চেরানো, তা জানা যায় ম্যাচ শেষে। সহকারী কোচ হাভি মোরালেস ম্যাচ শেষে বলেন, ‘প্রথমার্ধের শেষে রেফারি চার মিনিট অতিরিক্ত সময় দেখিয়েছিলেন। কিন্তু খেলানো হয়েছিল প্রায় ছয় মিনিট।’
‘আমরা এ নিয়েই বিতর্কে জড়াই। এটা পরিষ্কার ছিল না। তবে রেফারি বলেছেন হ্যাভিয়ের (মাশ্চেরানো) লাল কার্ড পেয়েছেন, ব্যস।’
লাল কার্ড দেখলে সাধারণত সেই ম্যাচের বাকি সময় ও পরবর্তী ম্যাচের ওপর নিষেধাজ্ঞা পড়ে। সেই নিয়ম অনুযায়ী, লাল কার্ড পাওয়ায় সেমিফাইনালে মিয়ামিকে কোচিং করাতে পারবেন না মাশ্চেরানো।
কিন্তু ঘটনা এখানেই শেষ হয়ে যায়নি, রূপ নিয়েছে আরো জটিল আকারে। গুরুতর অভিযোগ ওঠায় শুধু এক ম্যাচ নয়, তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন মায়ামি কোচ। দল ফাইনালে উঠলেও মাশ্চেরানোকে ডাগআউটে নাও দেখা যেতে পারে।
মূলত নিয়ম অনুযায়ী, লাল কার্ড পাওয়া ম্যানেজার গ্যালারি থেকে খেলা দেখতে পারেন, তবে নির্দেশনা দেয়ার সুযোগ নেই। কিন্তু মাচেরানো দর্শকসারি থেকে চিৎকার করে নির্দেশনা দিতে থাকেন।
পরে যদিও তাকে থামানো হয়। কিন্তু টিভি ফুটেজে দেখা যায়, তিনি ফোনে সহকারী কোচ লুকাস রদ্রিগেজ পাগানোর সাথে কথা বলছিলেন, যা ভালোভাবে নেয়নি ম্যানেজমেন্ট।
যদিও এই প্রসঙ্গে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, এই নিয়ম ভঙ্গের কারণে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন মাশ্চেরানো।