ঢাকায় আগামী ২৬ নভেম্বর শুরু হচ্ছে তিন জাতি নারী ফুটবল। এতে বাংলাদেশ দলের প্রতিপক্ষ ইউরোপিয়ান দেশ আজারবাইজান ও আসিয়ান অঞ্চলের মালয়েশিয়া। মার্চের মিশন অস্ট্রেলিয়ার আগে আফঈদা খন্দকার প্রান্তিরা নিজেদের আরেক দফা ঝালিয়ে নেয়ার সুযোগ পাবে। এর আগে তারা থাইল্যান্ডে গিয়ে দুই ম্যাচে হেরে এসেছিল।
এবারের তিন জাতি ফিফা প্রীতি নারী ফুটবলে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৬ নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে। ২৯ তারিখে আজারবাইজান ও মালয়েশিয়ার খেলা। ২ ডিসেম্বর বাংলাদেশ ও আজারবাইজানের ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রথমবারের মতো ইউরোপিয়ান কোনো দলের বিপক্ষে ম্যাচ খেলা হবে বাংলাদেশ নারী ফুটবল দলের।
বর্তমানে বাংলাদেশ নারী ফুটবল দল অনুশীলন করছে চট্টগ্রামে। এর আগে তুরস্কের সাথে বাংলাদেশের খেলার কথা থাকলেও তা আর আলোর মুখ দেখেনি।
ফিফা র্যাঙ্কিংয়ের ৭৪ এ আছে মধ্য এশিয়ান মুসলিম দেশ আজারবাইজান। আর মালয়েশিয়ার অবস্থান ৯২। সেখানে পিটার জেমস বাটলারের দলের র্যাঙ্কিং ১০৪।



