এবার লাথি মেরে নিষিদ্ধ সুয়ারেজ

বল ছাড়াই প্রতিপক্ষ খেলোয়াড়কে লাথি মারায় এমএলএস কর্তৃপক্ষ এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে লুইস সুয়ারেজকে।

নয়া দিগন্ত অনলাইন
লুইস সুয়ারেজ
লুইস সুয়ারেজ |সংগৃহীত

বিতর্কিত কর্মকাণ্ডের জন্য লুইস সুয়ারেজের ‘কুখ্যাতি’ আছে বেশ। তার কামড় কাণ্ড এখনো বেশ আলোচিত। শুধু কামড় নয়, ফুটবল মাঠে একাধিকবার পাগলাটে সব কাণ্ড ঘটিয়েছেন তিনি। পেয়েছেন কড়া সব শাস্তিও।

তবুও নিজেকে বদলাননি লুইস সুয়ারেজ। আবারো ঘটালেন তেমনই এক কাণ্ড। এবার খেলার মাঝে প্রতিপক্ষের একজনকে লাথি মেরে বসেন তিনি। যা আমলে নিয়ে বড় শাস্তি দিয়েছে মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ।

ন্যাশভিলের বিপক্ষে গত রোববার প্লে-অফের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বল ছাড়াই প্রতিপক্ষের ডিফেন্ডার অ্যান্ডি নাজারকে লাথি মেরে বসেন সুয়ারেজ। যদিও ম্যাচ চলাকালে কোনো কার্ড না দেখেই পার পেয়ে যান তিনি।

এমনকি ফাউলও ধরা হয়নি তখন। তবে ম্যাচ শেষে সব ঘটনা পর্যালোচনা করে শাস্তির ঘোষণা দিয়েছে মেজর লিগ সকারের ডিসিপ্লিনারি কমিটি। তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

অবশ্য সেই ম্যাচটি জিততে পারেনি সুয়ারেজের দল ইন্টার মায়ামি। ২-১ ব্যবধানে জিতে প্লে-অফের সিরিজটি তৃতীয় ম্যাচে টেনে নেয় ন্যাশভিল। প্রথম রাউন্ডে ৩-১ গোলে জিতেছিল মায়ামি।

এবার শনিবার সিরিজের শেষ ম্যাচেই নির্ধারণ হবে দু’দলের ভাগ্য।