এমবাপ্পের জোড়া গোল, জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

এমবাপ্পের জোড়া গোলে ১০ জনের রিয়াল মাদ্রিদ মার্সেইকে ২-১ হারিয়ে চ্যাম্পিয়নস লিগে জয় দিয়ে মৌসুম শুরু করেছে।

নয়া দিগন্ত অনলাইন
এমবাপ্পের জোড়া গোলে মার্সেইকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ
এমবাপ্পের জোড়া গোলে মার্সেইকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ |সংগৃহীত

বেশ ছন্দে আছেন কিলিয়ান এমবাপ্পে। সময়টা বেশ ভালো যাচ্ছে তার। ভালো সময়টা টেনে আনলেন চ্যাম্পিয়নস লিগেও। নতুন মৌসুমের প্রথম ম্যাচেই করলেন জোড়া গোল, জেতালেন দলকে।

সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে মার্সেইকে আতিথ্য দেয় রিয়াল মাদ্রিদ। যেখানে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেই মাঠ ছেড়েছে জাভি আলোনসোর দল।

শুরুর দিকে বেশিভাগ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও একচেটিয়া আধিপত্য ধরে রাখে রিয়াল মাদ্রিদ। তবে এর মাঝেই ২২ মিনিটে টিমোথিয়ার উই গোলে এগিয়ে যায় মার্শেই।

তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ৬ মিনিট পর সফল স্পটকিক থেকে সমতা ফেরান কিলিয়ান এমবাপ্পে। মার্সেইয়ের ডি-বক্সে রদ্রিগো ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা।

এরপর বিরতির আগে-পরে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল পায়নি রিয়াল মাদ্রিদ। কখনো শট লক্ষ্যভ্রষ্ট হয়, আবার কখনো পারেনি গোলরক্ষকের বাধা এড়াতে।

এর মাঝেই ঘটে অঘটন, ৭০তম মিনিটে বড় ধাক্কা খায় রিয়াল। প্রতিপক্ষের গোলরক্ষকের সাথে তর্কে জড়িয়ে পড়েন কার্ভাহাল, মেজাজ হারিয়ে একসময় মাথা দিয়ে ঢুস মেরে বসেন তিনি।

গোলরক্ষক রুলি সাথে সাথে মাঠে লুটিয়ে পড়েন। এরপর ভিএআর দেখে রিয়াল অধিনায়ক কারভাহালকে লাল কার্ড দেখান বসনিয়ান রেফারি ইরফান পেলিতো। ১০ জনের দলে পরিণত হয় রিয়াল।

১০ জনের দলে পরিণত হওয়ার পর রিয়াল বেশ চাপে পড়ে যায়। কিন্তু পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে নিজের ও দলের দ্বিতীয় গোল করে রিয়াল সমর্থকদের আনন্দে ভাসান এমবাপ্পে।

ডি-বক্সে ফাকুন্দো মেদিনার হাতে বল লাগলে ফের পেনাল্টিটি পায় রেয়াল। এরপর আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানে জেতে লস ব্লাঙ্কোজরা।