বড় তারকায় চোখ রাজশাহী স্টারসের

রাজশাহী স্টারস সূত্রে জানা গেছে, তারা এবার দলে নিতে যাচ্ছে সাফের ফাইনালে নেপাল ও এশিয়ান কাপ বাছাই পর্বে মিয়ানমারের বিপক্ষে জয়ের মূল কারিগর ঋতুপর্না চাকমাকে। সাথে জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তির দিকেও চোখ তাদের।

রফিকুল হায়দার ফরহাদ
ঋতুপর্না চাকমা
ঋতুপর্না চাকমা |নয়া দিগন্ত

এবারের নারী ফুটবল লিগে নতুন দলের একটি হলো রাজশাহী স্টারস এফসি। নতুন এই দলের আগমন নারী ফুটবলারদের জন্য আর্শীবাদ হয়ে দাঁড়িয়েছে। কারন তারা চ্যাম্পিয়ন ফাইটিং দল গড়তে চায়। প্রায় কোটি টাকা বাজেট নিয়ে নেমেছে তারা। যেহেতু অভিষেকেই শিরোপা জয়ের স্বপ্ন তাই বাংলাদেশ জাতীয় দলের তারকা ফুটবলারদের নিয়েই দল সাজাতে চাচ্ছে তারা। এই মিশনে তাদের চোখ বর্তমানে নারী ফুটবলের পোস্টার গার্ল রুপনা চাকমা, জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি, ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপার দিকে। এছাড়া বিদেশী খেলোয়াড়ও দলে নিতে চায় তারা। এর মধ্যে বিদেশী গোলরক্ষকও তাদের বিবেচনায় আছে।

রাজশাহী স্টারস এফসি সূত্রে জানা গেছে এই তথ্য।

গত বছর সেভাবে নারী ফুটবলাররা লিগ খেলে টানা পায়নি। কারন গত বছর বসুন্ধরা কিংস খেলেনি। দল গড়তে পারেনি আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবও। নাসরিন স্পোর্টস অ্যাকাডেমী চ্যাম্পিয়ন হয়েছে। তাদের দলে তারকা ফুটবলাররা ছিলেন। তবে তারাও সেভাবে টাকা দিতে পারেনি সাবিনা খাতুনদের। এবার বাংলাদেশ পুলিশ দল নারী লিগে খেলছে। তারা চ্যাম্পিয়ন ফাইটিং দল গড়ছে। মারিয়া মান্ডা, রুপনা চাকমা, মনিকাদের পেতে তাদেরও টাকা খরচ করতে হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীও তাদের নিজস্ব খেলোয়াড়দের সাথে জাতীয় দলের আরো কিছু ফুটবলার নিচ্ছে। সুতরাং সেনাবাহিনীও ভালো দল। নতুন আসা বাংলাদেশ আনসারও শক্তিশালী টিম বানাচ্ছে। এতে করে ফুটবলাররা এবার টাকাও পাচ্ছেন ভালো। ৩/৪ লাখ টাকা করে পেতে যাচ্ছেন একেকজন প্রতিষ্ঠিত ফুটবলার। আবার কারো কারো পারিশ্রমিক আরো বেশি।

রাজশাহী স্টারস সূত্রে জানা গেছে, তারা এবার দলে নিতে যাচ্ছে সাফের ফাইনালে নেপাল ও এশিয়ান কাপ বাছাই পর্বে মিয়ানমারের বিপক্ষে জয়ের মূল কারিগর ঋতুপর্না চাকমাকে। সাথে জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তির দিকেও চোখ তাদের। এর বাইরে ডিফেন্ডার শিউলী আজিম, ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা, মিডফিল্ডার মুনকি আক্তারকেও নিতে যাচ্ছে তারা। গোলরক্ষক পজিশনে তাদের পছন্দ নেপাল বা শ্রীলঙ্কার গোলরক্ষক। আর স্থানীয়দের মধ্যে জাতীয় দলের গোলরক্ষক ও গত বছর অনূর্ধ্ব-১৬ সাফে ভারতের বিপক্ষে টাইব্রেকার ঠেকিয়ে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করানো ইয়ারজান আছেন। আছেন স্বর্না রানীও।

ক্লাব সূত্রে জানা গেছে, তাদের মূল লক্ষ্য ছিল জাতীয় দলের এক নাম্বার গোলরক্ষক রুপনা চাকমা। তবে তিনি বেশ ভালো অর্থেই বাংলাদেশ পুলিশ দলে যোগ দিচ্ছেন। জাতীয় দলের ডিফেন্ডার কোহাতি কিসকুও ছিল রাজশাহী স্টারসের তালিকায়। তবে বেশি টাকা দাবি করায় তাকে আর নিচ্ছে না নারী ফুটবলের নতুন এই শক্তি। দলটি চার বিদেশী কোটার পুরোটাই পূরণ করতে চায়।

এদিকে নারী সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলে আজ নেপাল থেকে ফিরেছে নাসরিন স্পোর্টস অ্যাকাডেমী। এবার তাদের পক্ষে মোটেই ভালো দল গড়া সম্ভব নয়। ক্লাব সেক্রেটারী নাসরিন আক্তার বেবী জানান, এতো অল্প সময়ে কিভাবে আমাদের পক্ষে দুই আসরে খেলা সম্ভব। মাত্রই সাফ ক্লাব কাপ খেললাম। এখন লিগে ভালো দল গড়া সম্ভব নয়। স্রেফই মাঝারি মানের দল গড়বো আমরা।