আগের আসরগুলোয় শিরোপা জেতা তো দূর, কখনো এমএলএসের ফাইনালও খেলেনি ইন্টার মায়ামি। সব সময় ছিল টেবিলের তলানির দিকেই। তবে মেসির সান্নিধ্য পেয়ে আমূলে বদলে যায় দলটা।
প্রথম মৌসুমেই তারা জিতে নেয় লিগস কাপ। এরপর জেতে সাপোর্টার্স শিল্ড শিরোপাও। করেন ইস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়নও। আর এবার লিওনেল মেসি আরাধ্য এমএলএস কাপও এনে দিলেন মায়ামিকে।
রোববার (৭ ডিসেম্বর) এমএলএস কাপের ফাইনালে ভ্যাঙ্কুভার হোটয়াইটসক্যাপসকে ৩-১ গোলে উড়িয়ে দেয় ইন্টার মায়ামি। যার রেশ এখনো কাটেনি। ট্রফি জেতার আনন্দে ডুবে আছেন খেলোয়াড় ও সমর্থকেরা।
এমএলএস কাপ জিতে শুধু ট্রফিই নয়, বড় অঙ্কের অর্থ পুরস্কারও পেয়েছে ইন্টার মায়ামি। সর্বশেষ অফিশিয়াল প্লে-অফ পুরস্কারের কাঠামোয় তিন লাখ মার্কিন ডলার বা প্রায় তিন কোটি ৬৭ লাখ টাকা অর্থ পুরস্কার পাবে তারা।
শুধু মায়ামি নয়, পুরস্কার পাবে প্লে অফে উঠা প্রতিটি দলই। রানার্সআপ দল পাবে দেড় লাখ ডলারের অর্থ বা ১৮৩ কোটি টাকা পুরস্কার।
আর কনফারেন্স ফাইনালে হেরে যাওয়া দলগুলো পেয়েছে এক লাখ ডলার করে। এছাড়া কনফারেন্স সেমিফাইনাল থেকে বাদপড়া দলগুলো পেয়েছে ৪৭ হাজার ৫০০ ডলার করে।



