প্রতিশোধের ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাইয়ে প্রতিশোধের মিশনে আজ হংকংয়ের বিপক্ষে নামছে বাংলাদেশ; আগের পরাজয়ের বদলা নিতে এবং প্রথম জয় পেতে দৃঢ় প্রতিজ্ঞ জামাল ভূঁইয়ারা।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ফুটবল দল
বাংলাদেশ ফুটবল দল |সংগৃহীত

হামজা চৌধুরী-সামিত সোমরা লাল-সবুজের জার্সিটা গায়ে চাপানোর পর দেশের ফুটবলে যেন নবজাগরণ হয়েছে। সবাই যেন একটা স্বপ্নে বিভোর হয়ে আছে। তবে সেই স্বপ্ন এখনো পুরোপুরি সত্যি হয়ে ওঠেনি, এখনো কাঙ্খিত কোনো ফল মেলেনি।

ভারত, সিঙ্গাপুর, হংকং- তিনটা বড় ম্যাচ খেলেও এখনো জয়ের দেখা মেলেনি। অর্জনের খাতা এখনো তাই শূন্যই বলা যায়। প্রাপ্তি বলতে কেবল ‘লড়াই’। তিনটা ম্যাচেই দারুণ লড়াই করেছে বাংলাদেশ।

তবে আজ মঙ্গলবার সেই আক্ষেপ দূর হতে পারে। আবারো হংকংয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের চতুর্থ ম্যাচে আজ খেলতে নামবে জামাল ভূঁইয়ারা। খেলবে প্রতিপক্ষের মাঠে।

হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ। প্রায় ৫০ হাজার দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে প্রতিপক্ষের পাশাপাশি সামলাতে হবে দর্শকদের চাপও। হাভিয়ার কাবরেরার শিষ্যদের জন্য যা হতে পারে বড় চ্যালেঞ্জ।

আগের ম্যাচে ঘরের মাঠে চেনা দর্শকদের সামনে বেশ উজ্জীবিত ছিল বাংলাদেশ। সমানে সমান লড়াই করে টাইগাররা। তবে দুর্বল রক্ষণ আর ভূল পরিকল্পনার মাশুল দিতে হয়, শেষ মুহূর্তে এসে ম্যাচটা হেরে যায় ৪-৩ গোলে।

ম্যাচটা যেভাবে হারে বাংলাদেশ, তা ভুলে যাওয়ার মতো না। খুব কাছে গিয়েও কোনো পয়েন্ট না পাওয়া মেনে নিতেই যেন পারছিলেন হামজারা। তবে এবার সুযোগ তার প্রতিশোধ নেয়ার। তবে এর জন্য দিতে হবে নিজেদের সেরাটাই।

অবশ্য এশিয়ান কাপে মূল পর্বে খেলার স্বপ্ন এখন ফিকে হয়ে গেছে বাংলাদেশের। এখনো কাগজে-কলমে সম্ভাবনা থাকলেও ৩ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে বাছাইপর্ব থেকেই ছিটকে পড়ার দ্বারপ্রান্তে দল। আটকা পড়েছে কঠিন সমীকরণে।

এদিকে হংকংয়ের সাথে পরিসংখ্যানেও ঢের পিছিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে চারটিতে হেরেছে টাইগাররা। অন্য ম্যাচটা হয়েছে ড্র।

তবে এখনি হাল ছাড়ছেন না বাংলাদেশ অধিনায়ক। জামাল ভূঁইয়া বলেন, ‘এখনো তিন ম্যাচ আছে। এই তিন ম্যাচ থেকে আমরা ৯ পয়েন্ট পেতে পারি। আমাদের আশা আছে, এখনো বিশ্বাস করি, আমরা কোয়ালিফাই করব।’