এল ক্লাসিকোর অপেক্ষায় বার্সেলোনা-রিয়াল

এদিকে জমে উঠেছে লা লিগার শিরোপা জেতার তুমুল লড়াই। স্প্যানিশ এই দু’জায়ান্ট যে পরের ম্যাচেই একে অপরের বিপক্ষে মাঠে নামছে।

ক্রীড়া ডেস্ক

রিয়াল ভায়েদোলিদের বিপক্ষে দারুণ প্রত্যাবর্তনে প্রথমে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা। শীর্ষে থাকা বার্সা থেকে পয়েন্ট টেবিলে ব্যবধান বেড়ে যাওয়ায় চাপ ছিল রিয়াল মাদ্রিদের ওপর। সেই চাপ ঠিকঠাক সামলে ঘরের মাঠে সেল্টা ভিগোকে ৩-২ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিল কার্লো অ্যানচেলোত্তির দল।

এদিকে জমে উঠেছে লা লিগার শিরোপা জেতার তুমুল লড়াই। স্প্যানিশ এই দু’জায়ান্ট যে পরের ম্যাচেই একে অপরের বিপক্ষে মাঠে নামছে। ফলে বার্সার ডেরায় আসন্ন এল ক্লাসিকো এখন হয়ে উঠছে শিরোপা লড়াইয়ের ‘ফাইনাল’ ম্যাচ। ৩৪ ম্যাচ শেষে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখে আপাতত নিরাপদেই আছে হ্যান্সি ফ্লিকের ক্লাব। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দু’য়ে আছে রিয়াল মাদ্রিদ।

সেল্টা ভিগোর বিপক্ষে সবশেষ ১০ ম্যাচের সবকটিতে জয় পাওয়া রিয়াল এই ম্যাচেও শুরু থেকে আধিপত্য ধরে রাখে। সান্তিয়াগো বার্নাবুতে ৩৩ মিনিটে গোলের খাতা খুলেন তুর্কি তরুণ আর্দা গুলার। পরে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর সহজ জয়ই দেখছিল রিয়াল। তবে ৬৯ মিনিটে জাভি রদ্রিগেজ ও ৭৬ মিনিটে উইলিওট সুইডবের্গের গোল রিয়ালের বুকে কাঁপন ধরিয়ে দেয়।

ম্যাচের ব্যবধান ৩-২ করার পর আক্রমণের বেগ আরো বাড়িয়ে দেয় সেল্টা ভিগো। তবে রিয়ালকে বাঁচিয়ে দেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। বেলজিয়ান এই গোলরক্ষকের অসাধারণ কিছু সেভে শেষ পর্যন্ত পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

এর আগে পয়েন্ট টেবিলের ২০ নম্বর ক্লাব রিয়াল ভায়েদোলিদের মাঠে নয় পরিবর্তন নিয়ে মাঠে নামা বার্সেলোনা ছয় মিনিটেই পিছিয়ে পড়ে। স্বাগতিক দলের হয়ে বার্সার জালে বল পাঠান ইভান সাঞ্চেজ। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া কাতালান ক্লাবটি দ্বিতীয়ার্ধেই ম্যাচে ফিরে। আক্রমণভাগে দলের প্রধান ভরসা লামিনে ইয়ামাল ও রাফিনহাকে বদলি নামান ফ্লিক। তাতে গোলও আসে দ্রুত। ৫৪ মিনিটে সমতাসূচক গোলটি আসে রাফিনহার নৈপুণ্যে। পরে ৬১ মিনিটে ম্যাচ জেতানো গোল করেন বার্সার মিডফিল্ডার ফার্মিন লোপেজ। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।