দারুণ জয়ে শীর্ষস্থান মজবুত করল বার্সা

বার্সেলোনা আথলেটিকোকে ৩–১ হারিয়ে লা লিগায় শীর্ষস্থান আরো মজবুত করেছে; রাফিনিয়া, দানি ওলমো ও ফেররান তোরেস গোল করেন।

নয়া দিগন্ত অনলাইন
আথলেটিকো মাদ্রিদ বড় জয় বার্সেলোনার
আথলেটিকো মাদ্রিদ বড় জয় বার্সেলোনার |নয়া দিগন্ত

আগের ম্যাচেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছিল বার্সেলোনা, এবার ব্যবধান আরো বাড়াল তারা। হান্সি ফ্লিক শিষ্যদের শিকার এবার আথলেটিকো মাদ্রিদ। বড় জয় পেয়েছে বার্সা।

কাম্প ন্যুতে মঙ্গলবার লা লিগার ম্যাচে মুখোমুখি হয় বার্সেলোনা ও আথলেটিকো মাদ্রিদ। শুরুতে পিছিয়ে পড়লেও সেই ধাক্কা সহজেই সামলে ওঠে স্বাগতিকেরা, শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নেয় ৩-১ গোলে।

আলেক্স বায়েনার গোলে এদিন শুরুতেই পিছিয়ে পড়ে বার্সা। ১৯তম মিনিটে গোলের জন্য নিজেদের প্রথম শটেই এগিয়ে যায় আথলেটিকো। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা।

২৬ মিনিটে দারুণ নৈপুণ্যে সমতা টানেন রাফিনিয়া। পেদ্রির থ্রো বল নিয়ন্ত্রণে নিয়ে গোল রক্ষককে বোকা বানান তিনি। চোট কাটিয়ে দু’মাস পর মাঠে ফিরলেও গোল করা যে ভুলেননি, তারই জানান যেন দিলেন।

১-১ সমতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে দলকে এগিয়ে নেন দানি ওলমো। বক্সের বাইরে রবার্ট লেভানডফস্কির পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি। এরপর জটলার মাঝেই খুঁজে নেন জাল।

আর একেবারে শেষ মিনিটে গোলের দেখা পান ফেররান তরেস। যোগ করা সময়ের শেষ মুহূর্তে আলেহান্দ্রো বাল্দের পাস ছয় গজ বক্সের বাইরে ফাঁকায় পেয়ে জালে পাঠান এই স্প্যানিশ ফরোয়ার্ড। স্কোর হয় ৩-১।

এই জয়ে ১৫ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা। ৪ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ, একটি ম্যাচ অবশ্য কম খেলেছে জাবি আলোন্সোর দল।