বাংলাদেশ-আর্জেন্টিনা ম্যাচে মারামারি

অতিথি দলের খেলোয়াড়কে লাথি মারা, ঘুষি মারা সবই করেছেন রেড অ্যান্ড গ্রিন রাইজিং স্টারস দলের ৩ নম্বর জার্সিধারী ইহসান হাবিব রেদোয়ান।

ক্রীড়া প্রতিবেদক
মারামারি থামানোর চেষ্টা করছেন রেফারি
মারামারি থামানোর চেষ্টা করছেন রেফারি |সংগৃহীত

লাতিন বাংলা সুপার কাপে আগের ম্যাচে ব্রাজিলের সাও বানার্ডো দলের কাছে ০-৪ গোলে হার। তবে সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লন ক্লাবের সাথে ড্র করেছে বাংলাদেশের রেড অ্যান্ড গ্রিন রাইজিং স্টারস। বাংলাদেশের দলটি ১-০তে এগিয়ে যাওয়ার পর সমতা আনে ল্যাতিন আমেরিকা থেকে আসা দলটি।

তবে লাল-সবুজদের এই অর্জন ঢাকা পড়ে গেছে মাঠে তাদের মারামারিতে। অতিথি দলের খেলোয়াড়কে লাথি মারা, ঘুষি মারা সবই করেছেন রেড অ্যান্ড গ্রিন রাইজিং স্টারস দলের ৩ নম্বর জার্সিধারী ইহসান হাবিব রেদোয়ান। বল দখল নিয়ে লড়াইয়ের পর তিনি লাথি মারেন আর্জেন্টিনা দলের খেলোয়াড়কে। এরপর সেই ফুটবলারটি প্রতিবাদ করতে গেলে আবার তার মাথায় ঘুষি মারেন এই রেদোয়ান। পরে আবার মারতে যান।

দুই দলের খেলোয়াড়রা হাতাহাতিতে লিপ্ত হওয়ার পর রেফারি দুই দলের একজন করে মোট দুই ফুটবলারকে লাল কার্ড দেখিয়ে বহিষ্কার করেন।

এ টুর্নামেন্টে আগামী ১১ ডিসেম্বর ব্রাজিল ও আর্জেন্টিনা দলের ম্যাচ।