দলে ২ পরিবর্তন এনে মঙ্গলবার থাইল্যান্ডে উড়াল দিচ্ছে বাংলাদেশ

ব্যাংককের চালের্ম ফ্রাকিয়াত ব্যাং মড স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে ২৪ ও ২৭ অক্টোবর। সেই লক্ষ্যেই মঙ্গলবার দেশটির উদ্দেশে উড়াল দেবে মেয়েরা।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ নারী ফুটবল দল
বাংলাদেশ নারী ফুটবল দল |সংগৃহীত

দুইটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে মঙ্গলবার থাইল্যান্ডের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এএফসি এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই সফর।

এই দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে ২১ দিনের প্রস্তুতি নেয় বাংলাদেশ। যদিও সেই ক্যাম্পে ছিলেন না ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমাসহ ৯ ফুটবলার। ভুটানের নারী লিগে ব্যস্ত ছিলেন তারা।

তবে তাদেরকে দলে রাখলেও সফরের ২৩ জনের স্কোয়াডে দুই পরিবর্তন এনেছেন কোচ পিটার বাটলার। ডাক পেয়েছেন রুমা আক্তার ও সিনহা জাহান শিখা, আর বাদ পড়েছেন নিলুফা ইয়াসমিন ও সৌরভী আকন্দ।

ব্যাংককের চালের্ম ফ্রাকিয়াত ব্যাং মড স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে ২৪ ও ২৭ অক্টোবর। সেই লক্ষ্যেই মঙ্গলবার দেশটির উদ্দেশে উড়াল দেবে মেয়েরা।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০৪। যেখানে ৫১ ধাপ এগিয়ে ৫৩ নম্বরে থাইল্যান্ড। তবুও বাটলার লড়াই করতে চান থাই নারীদের সাথে, দেশ ছাড়ার আগে আজ (সোমবার) সংবাদ সম্মেলনে দেখালেন সেই আত্মবিশ্বাস।

বাটলার বলেন, ‘হার বা জিতের মানসিকতা নয়, এই ধরনের ম্যাচ থেকে আসলে আমরা কী পেতে চাই, তা নিয়ে কখনো কখনো বাস্তববাদী হতে হবে। আমি চাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স।’

বাংলাদেশ দল
গোলরক্ষক: রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রাণী মণ্ডল।

ডিফেন্ডার: নবীরন খাতুন, আফিদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, রুমা আক্তার,শামসুন্নাহার (সিনিয়র), হালিমা আক্তার, জয়নব বিবি রিতা, শিউলি আজিম।

মিডফিল্ডার: মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী।

ফরোয়ার্ড: উমেহলা মারমা, শাহেদা আক্তার রিপা, মোসাম্মৎ সুলতানা, মোসাম্মৎ সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), ঋতুপর্ণা চাকমা, সিনহা জাহান শিখা।