আবারো মেসির জোড়া গোল, উড়ছে মায়ামি

লিওনেল মেসির অনবদ্য পারফরম্যান্সে নিউইয়র্কের সিটি বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি।

নয়া দিগন্ত অনলাইন
নিউইয়র্কের সিটি বিপক্ষে জোড়া গোল করেছেন লিওনেল মেসি
নিউইয়র্কের সিটি বিপক্ষে জোড়া গোল করেছেন লিওনেল মেসি |সংগৃহীত

লিওনেল মেসি যেভাবে ছুটছেন বয়সটা যেন তার নিছকই সংখ্যা, নেই ফুরিয়ে যাওয়ার শঙ্কা। গোলের নেশা যেন পেয়ে বসেছে তাকে। মাঠে নামলেই পাচ্ছেন গোলের দেখা। ব্যতিক্রম হয়নি আজও, জোড়া গোল করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার ভোরে নিউইয়র্কের সিটি ফিল্ডে স্বাগতিকদের মুখোমুখি হয় ইন্টার মায়ামি। মেসির অনবদ্য পারফরম্যান্সে যেখানে ৪-০ গোলের বড় জয়ের দেখা পেয়েছে মায়ামি।

এ জয়ে এমএলএস কাপের প্লে-অফে উঠল হাভিয়ের মাশচেরানোর দল। এদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার ম্যাচে মায়ামির পক্ষে পেনাল্টিতে গোল করেছেন সাবেক উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ।

প্রথম গোল পেতে অবশ্য অপেক্ষা কর‍তে হয় ৪৩ মিনিট পর্যন্ত। ব্যালটাজার রদ্রিগেজকে দিয়ে গোল করান মেসি। তাতে গড়েন ইতিহাস, এমএলএসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুম অন্তত ৩৫ গোলে অবদান রাখলেন তিনি।

মেসি স্কোরশিটে প্রথম নাম তোলেন ৭৪ মিনিটে। মাঝমাঠ থেকে বাড়ানো পাস পেতে ফাঁকা জায়গা দিয়ে নিয়ে এগিয়ে যান। এরপর গোলরক্ষকের মাথার ওপর দিয়ে আলতোভাবে তুলে দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন।

৮২ মিনিটে পেনাল্টি পায় মায়ামি। এই ম্যাচ দিয়ে মাঠে ফেরা সুয়ারেজই নেন স্পট কিক, তার গোলে ফ্লোরিডার ক্লাবটি ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। তবে সেখানেই শেষ নয়, আবারো জাক কাঁপান মেসি।

৮৬ মিনিটে প্রতিপক্ষের ভুলে মাটি কামড়ানো শটে দ্বিতীয়বার জালে বল জড়ান মেসি। এমএলএসের ইতিহাসে চতুর্থ খেলোয়াড় হিসেবে এক মৌসুমে আট ম্যাচে একাধিক গোল করলেন তিনি।

জোড়া গোলে এবারের মৌসুমে শীর্ষ গোলদাতার জায়গাও দখলে নিলেন মেসি। ২৩ ম্যাচে করলেন ২৪ গোল। ২৮ ম্যাচে ২২ গোল নিয়ে দুইয়ে লস অ্যাঞ্জেলস এফসি উইঙ্গার ডেনিস বউয়ানগা।

এদিকে আজকের জয়ে ২৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সের টেবিলে তিনে উঠেছে মায়ামি। দু’টি ম্যাচ বেশি খেলে শীর্ষ দুইয়ে আছে যথাক্রমে ফিলাডেলফিয়া ইউনিয়ন (৬০) ও এফসি সিনসিনাতি (৫৮)।