মেসির জোড়া গোলে প্লে-অফে মায়ামির উড়ন্ত সূচনা

লিওনেল মেসির জোড়া গোলে ন্যাশভিলকে ৩-১ ব্যবধানে হারিয়ে এমএলএস প্লে-অফে উড়ন্ত সূচনা করেছে মায়ামি; মৌসুমে ৩৯ গোল করে এক পঞ্জিকাবর্ষে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি।

নয়া দিগন্ত অনলাইন
ন্যাশভিল এসসিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে মায়ামি
ন্যাশভিল এসসিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে মায়ামি |নয়া দিগন্ত

আগের ম্যাচে হ্যাটট্রিক করে দলকে তুলেছিলেন প্লে-অফে। এবার জোড়া গোলে প্লে-অফে দলকে শুভ সূচনা এনে দিলেন লিওনেল মেসি। রীতিমতো উড়ছেন যেন তিনি, শেষ ৩ ম্যাচে করলেন ৭ গোল।

অবশ্য এসব নতুন কিছু নয়। এবারের মৌসুম-জুড়েই মায়ামির জার্সিতে অনন্য ছিলেন মেসি। আজ জোড়া গোলের মধ্য দিয়ে এমএলএস ইতিহাসের এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলদাতা (৩৯) বনে গেছেন তিনি।

মেসির জোড়া গোল ও টাডেও আলেন্দের এক গোলে শনিবার (২৫ অক্টোবর) ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ন্যাশভিল এসসিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে মায়ামি। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল তারা।

প্লে-অফের ‘বেস্ট অব থ্রি’র প্রথম রাউন্ডে ১৯ মিনিটে মায়ামিকে লিড এনে দেন মেসি। লুইস সুয়ারেজের ক্রস বক্সের মাঝে দাঁড়িয়ে দারুণ হেডে জড়ান জালে। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই ম্যাচ বিরতিতে গড়ায়।

৬২ মিনিটে তাদেও আলেন্দের গোলে ব্যবধান ‍দ্বিগুণ হয়।এই গোলটিও আসে হেড থেকে। এবার ইয়ান ফ্রে’র বাড়ানো ক্রসে বল জালে জড়ান আলেন্দে।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ম্যাচের তৃতীয় গোলটি আসে। এবার জর্দি আলবার ক্রস সামলাতে ব্যর্থ হন ন্যাশভিলের গোলরক্ষক, আর সুযোগ কাজে লাগিয়ে সহজেই নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি।

তবে ম্যাচ শেষ হওয়ার এক মুহূর্ত আগে একটা গোল শোধ দেয় ন্যাশভিল। গোল করেন মোহাম্মদ মোখতার।

এদিকে ম্যাচ শুরুর আগে এমএলএস কমিশনার ডন গারবারের কাছ থেকে শেষ হওয়া নিয়মিত মৌসুমের গোল্ডেন বুট বুঝে নেন মেসি। এ বছর এমএলএসে ২৮ ম্যাচে ২৯ গোল করেন মেসি, পাশাপাশি করিয়েছেন আরো ১৯টি গোল।