গুঞ্জন আগেই ছিল, শেষ পর্যন্ত তা সত্য হলো। চাকরি হারালেন রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো। লস ব্লাঙ্কোজদের ডাগ আউটে আর দেখা যাবে না তাকে। সমঝোতার ভিত্তিতে রিয়ালের দায়িত্ব ছেড়েছেন জাবি।
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ‘এল ক্লাসিকোর’ আগে থেকেই আলনসোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছিল। শিরোপা হাতছাড়া হওয়ারর পর সেই আলোচনা বাস্তব রূপ পেল। জাবির সাথে সম্পর্কচ্ছেদ করেছে রিয়াল মাদ্রিদ।
সোমবার ক্লাবটি জানিয়েছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ক্লাবের বিবৃতিতে বলা হয়, ‘রিয়াল মাদ্রিদ সিএফ ঘোষণা করছে যে ক্লাব ও জাবি আলোনসোর মধ্যে পারস্পরিক সমঝোতায় দলের প্রধান কোচ হিসেবে তার দায়িত্ব শেষ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘জাবি সব সময় মাদ্রিদিস্তাদের ভালোবাসা ও সম্মান পাবেন। তিনি রিয়াল মাদ্রিদের একজন কিংবদন্তি। তিনি সব সময় আমাদের ক্লাবের মূল্যবোধ তুলে ধরেছেন। মাদ্রিদ সবসময় তার ঘর হয়ে থাকবে।’
ক্লাবটি আলনসো ও তার কোচিং স্টাফদের কাজের প্রশংসা করেছে। বলা হয়, ‘তাদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার জন্য ক্লাব জাবি ও তার পুরো কোচিং স্টাফকে ধন্যবাদ জানায়। তাদের জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানানো হচ্ছে।’



