অপ্রতিরোধ্য মেসি, যেন থামার নাম নেই। জ্বলে উঠলেন মৌসুমের শেষ ম্যাচেও, তুলে নিয়েছেন হ্যাটট্রিক। তাতে ইন্টার মায়ামি নিশ্চিত করেছে প্লে অফ, মেসিও জিতে নিয়েছেন মেজর লিগ সকারে গোল্ডেন বুট।
আজ রোববার জিওডিস পার্কে ন্যাশভিলের বিপক্ষে জ্বলে উঠে লিওনেল মেসি। ৩ গোল ও এক অ্যাসিস্ট করেছেন এই আর্জেন্টাইন তারকা। তাতে এমএলসের নিয়মিত মৌসুমের শেষ দিনে ৫-২ গোলে জিতেছে ইন্টার মায়ামি।
হ্যাটট্রিক গড়ে ২০২৫ মৌসুমের গোল্ডেন বুট পুরস্কার নিশ্চিত করেন মেসি। এই লিগে যোগ দেয়ার পর এবারই প্রথম সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতলেন তিনি। মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করেছেন মেসি।
আগের ম্যাচেই আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ৪-০ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করেছিলেন মেসি। আজ যেন ছিলেন আরো ক্ষুধার্ত, যদিও প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৩৪ মিনিট পর্যন্ত।
জর্দি আলবার পাস থেকে বল পেয়ে মেসি বাঁ-পায়ের শটে গোল করেন। তবে লিড ধরে রাখতে পারেনি মায়ামি, ৪৩ মিনিটে স্যাম সারিজ হানি মুখতারের নিখুঁত ক্রসে হেডে সমতায় ফেরে ন্যাশভিল।
এমনকি যোগ করা সময়ে জেকব শাফেলবার্গ মুখতারের শটে পোস্টে লেগে ফিরে এলে, তা ঠেলে দিয়ে দলকে এগিয়ে দেন। ২–১ ব্যবধানে এগিয়ে যায় ন্যাশভিল।
দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে ফিরে আসে মায়ামি। লুইস সুয়ারেজের শট হানি মুখতারের হাতে লাগলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন, আর মেসি ঠাণ্ডা মাথায় গোলরক্ষক জো উইলিসকে বোকা বানান।
চার মিনিট পরে, ছয় গজ দূরত্ব থেকে বালতাসার রদ্রিগেজ মায়ামিকে ৩-২ গোলে এগিয়ে দেন। আর ৮১তম মিনিটে দলের হয়ে চতুর্থ গোল করে হ্যাটট্রিক তুলে নেন মেসি। যা চলতি বছর তার প্রথম হ্যাটট্রিক।
এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান ৫-২ করেন তেলাস্কো সেগোভিয়া। এই গোলে অ্যাসিস্ট করেন মেসি। সব মিলিয়ে মৌসুমে ২৯ গোলের সাথে মেসির অ্যাসিস্ট সংখ্যা ১৯টি।
এদিকে বড় জয়ে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় তিনে থেকে নিয়মিত মৌসুম শেষ করল মায়ামি। ৩৪ ম্যাচে ৬৫ পয়েন্ট দলটির। সমান পয়েন্ট সিনসিনাটিরও। আর ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া।



