নিয়ম রক্ষার ম্যাচে দুঃখ ভোলার মিশন

ম্যাচে মাহাবুবুর রহমান লিটু বাহিনীর লক্ষ্যই থাকবে ভারতকে হারিয়ে আগের হারের বদলা নেয়া। সে সাথে জয়ে শেষ করে ভুটানের মাঠে প্রথম তাদের বিপক্ষে নারী ফুটবলে ৩ পয়েন্ট পাওয়া।

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল |সংগৃহীত

আশা আগেই শেষ বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দলের। এখন আজ তাদের নিয়ম রক্ষার ম্যাচ। গতকাল নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ নারী সাফে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছে ভারত। সেই ভারতের বিপক্ষেই রোববার ম্যাচ অর্পিতা বিশ্বাসদের। বেলা ৩টায় ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে হবে এই খেলা।

ম্যাচে মাহাবুবুর রহমান লিটু বাহিনীর লক্ষ্যই থাকবে ভারতকে হারিয়ে আগের হারের বদলা নেয়া। সে সাথে জয়ে শেষ করে ভুটানের মাঠে প্রথম তাদের বিপক্ষে নারী ফুটবলে ৩ পয়েন্ট পাওয়া।

অবশ্য ভারত যে গোছানো ফুটবল খেলছে তারা যতটা সংগঠিত তাকে প্রীতি, আলপি, মামনিরা কেমন করে সেটাই প্রশ্ন।

দলের ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা জানান, আমরা শেষ ম্যাচটা জয়েই শেষ করতে চাই।