লিওনেল মেসি উড়ছেন, উড়ছে ইন্টার মায়ামিও। আবারো জোড়া গোল পেয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা, বড় জয় পেয়েছে তার দল। গোল করেছেন জর্ডি আলবা ও লুইস সুয়ারেজও।
রোববার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে আটালান্টাকে আতিথ্য দেয় মায়ামি। যেখানে সফরকারীদের ৪-০ গোলে বিধ্বস্ত করে হাভিয়ার মাশ্চেরানোর শিষ্যদের।
মায়ামির সাপোর্টার্স শিল্ড ধরে রাখার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল আগের ম্যাচেই। এরপরও অবশ্য পূর্ণ শক্তি নিয়েই শনিবার মাঠে নেমেছিল তারা। আগের দিন জাতীয় দলের হয়ে না খেললেও আজ মাঠে ছিলেন মেসি।
মায়ামির প্রথম সুযোগ আসে ২০তম মিনিটে। তবে তা কাজে লাগাতে পারেননি মেসি। গোলকিপারকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি তিনি। ৩১তম মিনিটে আবার সুযোগ পেয়েও ব্যর্থ হন।
তবে ৩৯তম মিনিটে আর ভুল হয়নি, দুর্দান্ত গোল করে এগিয়ে দেন দলকে। বালতাসার রদ্রিগেসের কাছ থেকে বল পেয়ে বাঁকানো শটে বল জালে জড়ান তিনি। গোলকিপারের কিছু করার ছিল না এবার।
৪২ মিনিটে আবারো হতাশ করেন মেসি। আর গোল না এলেও ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি।
বিরতির পর আবার ঝলক দেখান মেসি। ৫২ মিনিটে এবার নিজেদের অর্ধ থেকে দারুণভাবে এক লম্বা ক্রস বাড়ান তিনি। যা কেবল পা ছুঁয়ে জালে পাঠান আলবা। ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা।
পরের গোলটি আসে মিনিট আটেক পর। ফাফা পিকুঁর শট আটলান্টার একজন হেড করে বিপদমুক্ত করার চেষ্টা করলেও দারুণ এক ভলিতে তা ঠিকানায় পাঠান সুয়ারেজ। ৬৩ মিনিটে আরো একটা সুযোগ পেলেও হাতছাড়া করেন।
৮৭ মিনিটে দ্বিতীয় গোলটা পেয়ে যান মেসি। এবার আলবার সহযোগিতায় বল জালে জড়ান তিনি। ৪-০ গোলে এগিয়ে যায় মায়ামি। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখেই নিশ্চিত করে জয়।