২০০৩ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর বিগত ২২ বছরে আর ভারতকে হারাতে পারেনি তারা। তবে ঘরের মাঠে মঙ্গলবার (১৮ নভেম্বর) সেই খরা কাটাতে চান জামাল ভূঁইয়ারা।
২০১৩ সালে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশের হয়ে ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। যেখানে ভারতের বিপক্ষে খেলেছেন ছয় ম্যাচ। কিন্তু এ ছয় ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ।
তবে হামজা চৌধুরী-সামিত সোমদের নিয়ে এবার সেই গেরো কাটতে চান বাংলাদেশ অধিনায়ক। যেখানে বড় অনুপ্রেরণা ঘরের মাঠে খেলা। সব মিলিয়ে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী তিনি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। রাত ৮টায় গড়াবে খেলা। তার আগে আজ সংবাদ সম্মেলনে আসেন জামাল ভূঁইয়া, সেখানেই শোনান আশার গল্প।
তিনি বলেন, ‘আমরা এখন যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে। এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ।’
জামাল ভূঁইয়া বলেন, ‘এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’
এদিকে ক্রিকেট বা ফুটবল, ভারতের বিপক্ষে মাঠে নামা মানেই কাজ করে ভিন্ন এক আবহ। সাধারণ একটা ম্যাচও হয়ে উঠে উত্তেজনাপূর্ণ। জামাল জানালেন বাড়তি আবেগ কাজ করছে তাদের মাঝেও।
তিনি আরো বলেন, ‘ম্যাচটি আবেগের, আমাদের মস্তিষ্ক ব্যবহার করে খেলতে হবে। কালকের ম্যাচে অনেক ফ্রি কিক হবে, হলুদ কার্ড হবে, গালাগালি হবে। তবে আমি এসব কিছুকে স্বাভাবিকভাবে নেব।’
ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে জামাল ভূঁইয়া খেলতে পারেননি। একাদশে তো ছিলেন না, এমনকি বদলি হিসেবেও নামাননি কোচ। সেই প্রসঙ্গে জানতে চাওয়া হলে জামালের উত্তর, ‘এটা কোচের ওপর নির্ভর করে। না খেলতে পারলে তো আমার খারাপ লাগবেই।’



