এখনো মাঠে গড়ায়নি ২০২৬ বিশ্বকাপ, তার আগেই নির্ধারিত হয়ে গেল ২০৩০ বিশ্বকাপ ফুটবলের ফাইনালের ভেন্যু। ২৪তম বৈশ্বিক এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে স্পেনে।
সোমবার (২৬ জানুয়ারি) স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি রাফায়েল লুজান এই তথ্য নিশ্চিত করেছেন। তবে ঠিক কোন ভেন্যুতে হবে খেলা, তা নিশ্চিত করেননি তিনি।
মরক্কো ও পর্তুগালের সাথে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে স্পেন। ফাইনালের ভেন্যু নিয়ে বেশ কিছুদিন ধরেই মরক্কো ও স্পেনের মধ্যে এক ধরনের লড়াই চলছিল।
তবে সোমবার সংবাদমাধ্যমকে রাফায়েল লুজান স্পষ্ট করে বলেন, ‘স্পেনই বিশ্বকাপের নেতৃত্ব দেবে এবং ফাইনাল এখানেই অনুষ্ঠিত হবে।’
যদিও কোন স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে তা নির্দিষ্ট করে বলেননি লুজান। তবে স্প্যানিশ গণমাধ্যমগুলোর জোরাল দাবি, ঐতিহাসিক ‘সান্তিয়াগো বার্নাব্যু’ স্টেডিয়ামেই হবে ফাইনাল।
এছাড়া বার্সেলোনার নবনির্মিত ‘ক্যাম্প ন্যু’ স্টেডিয়ামটিও ফাইনালের ভেন্যু হিসেবে বিবেচনায় রয়েছে।
অন্যদিকে, মরক্কো তাদের নির্মাণাধীন ‘হাসান টু’ স্টেডিয়ামে ফাইনাল আয়োজন করতে চেয়েছিল। যা হবে তখন বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম, ধারণক্ষমতা ১ লাখ ১৫ হাজার।



